X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি তৈরির কাজটা ছিল ‘সবচেয়ে জটিল’

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:০০

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এবারই প্রথম বড় আসরে সংক্ষিপ্ততম টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে আইসিসি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টুর্নামেন্টটি আবার অন্য কারণে বিশেষ। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে হতে চলেছে বিশ্ব ক্রিকেটের কোনও আসর। তবে সেটি বাস্তবায়নে কম কাঠখর পোড়ায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি জানিয়েছে, এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচির খসড়া করতে গিয়ে সবচেয়ে বেশি জটিলতার মুখে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথমবার রেকর্ড ২০টি দল দিয়ে টুর্নামেন্ট হচ্ছে। গতবার যে সংখ্যাটি ছিল ১৬। উত্তর আমেরিকার ৯টি ভেন্যুতে টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার মধ্যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম অন্যতম। মাঠটি উন্মোচনও হয়েছে গতকাল। এই মাঠেই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। এই মাঠে হতে যাওয়া ৮ ম্যাচের মধ্যে আছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচও রয়েছে। তবে এই মাঠের সব কিছুই হচ্ছে অস্থায়ী পদ্ধতিতে। তাতে ক্রিকেট বিশ্বকাপ হতে যাওয়া প্রথম অস্থায়ী মাঠও হতে যাচ্ছে এটি। যেখানে থাকবে ড্রপইন পিচ। তবে কোনও ফ্লাডলাইট থাকবে না।     

মাঠের উন্মোচন উপলক্ষে অনলাইন রাউন্ডটেবিল অনুষ্ঠানে আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি জানান, ‘এই টুর্নামেন্টের বেলায় আমার অভিজ্ঞতা বলে, প্রথমবার টুর্নামেন্টের সূচির খসড়া করতে গিয়ে সবচেয়ে বেশি জটিলতার মধ্যে পড়তে হয়েছে। যতগুলো ম্যাচ, যতগুলো দল সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।’

সূচি প্রকাশ করলেও টেটলি জানিয়েছেন, ম্যাচের সময় এখনও চূড়ান্ত হয়নি, ‘আমরা এখনও ম্যাচ শুরুর সময় প্রকাশ করিনি।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য হাহাকার
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বিদায় বলবেন ওয়ার্নার 
সর্বশেষ খবর
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে