X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনার মতো খেলাপ্রেমী প্রধানমন্ত্রী দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৮

খেলার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার কথা সবাই অবগত। তার পুরো পরিবারই খেলার সঙ্গে জড়িয়ে। প্রধানমন্ত্রীর খেলাধুলার প্রতি অসীম ভালোবাসার কথা সোমবার আবারও মনে করিয়ে দিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।বঙ্গবন্ধু কন্যা খেলাধুলাকে এতো ভালোবাসেন যে, পৃথিবীতে তার মতো খেলাপ্রেমী প্রধানমন্ত্রী আর দ্বিতীয়টি  খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রথম ব্যাট (ক্রিকেট) প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেছেন, ‘আমাদের জাতির পিতা নিজেও একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার বাবাও স্বনামধন্য ফুটবলার ছিলেন। বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র শহীদ শেখ কামাল বাংলাদেশে আধুনিক ফুটবলের জনক। শুধু ফুটবল নয়, তিনি ক্রিকেট ও বাস্কেটবলও ভালো খেলতেন। সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত ছিলেন। শহীদ শেখ জামালও কৃতি খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর পুরো পরিবারই প্রত্যক্ষভাবে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত।’

বাংলাদেশের প্রথম ব্যাট(ক্রিকেট) প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস সম্পর্কে মন্ত্রী আরও বলেছেন, ‘এমকে স্পোর্টসকে আইসিসি ইতোমধ্যে ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন দিয়েছে। বাংলাদেশেই এখন থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট তৈরি হবে জেনে আমি সত্যি গর্বিত। আমি বিশ্বাস করি এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট অনেকদূর এগিয়ে যাবে। স্বল্প মূল্যে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের ক্রিকেটসামগ্রী পাবে। কাস্টমাইজড করা যাবে।’

তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘দেশের সীমানা ছাড়িয়ে এমকেএস স্পোর্টস আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডে পরিগণিত হবে। বাংলাদেশে তৈরি স্পোর্টস ইকুইপমেন্ট বিদেশে রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। যা দেশের অর্থনীতিতে অবদান রাখবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়সহ অন্যরাও উপস্থিত ছিলেন। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
ঢাকা মেয়র কাপ জাতীয় দলের খেলোয়াড় জোগান দেবে: পাপন
রোমানের অবসরের চিঠি ক্রীড়ামন্ত্রীকে পড়ে শোনানো হয়েছে 
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী