X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

‘নো বল’ না দেওয়ায় আম্পায়ারের ওপর ক্ষোভ হাসারাঙ্গার

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৬

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টিটি ছিল রোমাঞ্চপূর্ণ। শেষ ওভারের শেষ দুই বলে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা  শ্রীলঙ্কা শেষ ম্যাচে পরাজিত হয়েছে ৩ রানে। তার আগে চতুর্থ বলটি ছিল হাই ফুলটস! কিন্তু স্কয়ার লেগ আম্পায়ার লিন্ডন হানিবাল সেটা নো দেননি। তাতে ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেছেন, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি আম্পায়ারকে উদ্দেশ্য করে বলেছেন, হানিবাল অন্য কাজ করলেই ভালো করতেন!

বোঝা যাচ্ছে শেষ ওভারের চতুর্থ বলটি নো দিলে শেষ দুই বলে হিসেব নিকেশ অন্যরকম হতে পারতো শ্রীলঙ্কার। তখন ১০ রানের প্রয়োজন পড়লেও মাত্র ৬ রান নিতে পারেন বিস্ফোরক ব্যাটিং করতে থাকা কামিন্দু মেন্ডিস। তাও সেটা করতে পেরেছেন শেষ বলে!  

তখন বল করছিলেন ওয়াফাদার মোমান্দ। ডেলিভারিটি ছিল কোমরের অনেক ওপর! তখন কিছুটা এগিয়েও এসেছিলেন কামিন্দু। কিন্তু পপিং ক্রিজে দাঁড়ালে সেটা কোমরের নিচে নামার সম্ভাবনা ছিল না। ফলে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সেটা ছিল নো । কিন্তু ম্যাচের পর এভাবেই ক্ষোভ উগড়ে দেন লঙ্কান অধিনায়ক। তিনি অবশ্য কারো নাম উল্লেখ করে মন্তব্য করেননি, ‘আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের কিছু হওয়া উচিত নয়। যদি বলটির উচ্চতা কোমর পর্যন্ত হতো সমস্যা ছিল না। কিন্তু এত উচ্চতায় থাকার পরেও... বলটা আরেকটু উঁচুতে থাকলে ব্যাটারের মাথায় আঘাত করতো।’

তার পর আম্পায়ারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘যদি কেউ এটা চোখে না দেখতে পায় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট তার জন্য নয়। অন্য কোনও কাজ করলে আমার মনে হয় তার জন্য ভালো হতো।’      

আম্পায়ার ডেলিভারিটি নো দেননি দেখে কামিন্দু নো বলের জন্য আবেদন করেছিলেন তখন। রিভিউ নিতেও দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী আউট সংক্রান্ত বিষয় না হলে রিভিউ নেওয়ার নিয়ম নেই। আউট সংক্রান্ত বিষয় না হলে রিভিউ নেওয়ার নিয়ম নেই আম্পায়ারেরও।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: জাতীয় নাগরিক কমিটি
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: জাতীয় নাগরিক কমিটি
স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে বাধা, বসে পড়লেন শিক্ষার্থীরা
স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে বাধা, বসে পড়লেন শিক্ষার্থীরা
প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর শক্তভাবে প্রতিহত করবে সরকার
প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর শক্তভাবে প্রতিহত করবে সরকার
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান