রাঁচি টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিলো ভারত। এক টেস্ট হাতে রেখে পাঁচ ম্যাচের সিরিজও জিতেছে তারা। লো স্কোরিং দ্বিতীয় ইনিংসে স্পিনারদের দাপট ছাপিয়ে শুবমান গিল ও ধ্রুব জুরেলের জুটিতে ১৯২ রানের লক্ষ্য ছোঁয় স্বাগতিকরা। চতুর্থ দিন দ্বিতীয় সেশনেই ভারতের জেতা ম্যাচের কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক-
৩০-০: হোম টেস্ট ম্যাচে ২০০ বা তার চেয়ে কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের অপরাজিত থাকার রেকর্ড। ২০০ বা তার কমে লক্ষ্যে নেমে ৩৩ হোম টেস্ট ম্যাচের মধ্যে ৩০টি জিতলো তারা। অন্য তিনটি হয়েছে ড্র।
১৭: ঘরের মাঠে ভারতের টানা টেস্ট সিরিজ জয়ের সংখ্যা। ২০১৩ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতে গেলো ভারতীয় ক্রিকেট দল। এই তালিকায় তাদের পরে আছে ১৯৯৪-২০০০ ও ২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা দশটি হোম টেস্ট সিরিজ জেতা অস্ট্রেলিয়া।
৯৭১: আট ম্যাচের টেস্ট ক্যারিয়ারে যশস্বী জয়সওয়ালের মোট রান। প্রথম আট টেস্টে কোনও ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। ৯৩৮ রান করা সুনীল গাভাস্কারকে পেছনে ফেলেছেন জয়সওয়াল। আর ক্রিকেট ইতিহাসে প্রথম আট টেস্টে সর্বোচ্চ রান করার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে, ডন ব্র্যাডম্যান ১২১০ রান করে এক নম্বরে।
২৩ বছর, ৩৩ দিন: রাঁচি টেস্টের প্রথম দিনে ধ্রুব জুরেলের বয়স। পঞ্চম সর্বকনিষ্ঠ উইকেটকিপার ও দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় কিপার হিসেবে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন তিনি। ২০ বছর ও ১৪৮ দিন বয়সী ভারতীয় কিপার অজয় রাত্রা ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচসেরা হয়ে এই রেকর্ড অক্ষত রেখেছেন।
১০: ভারতে বেন স্টোকস, জো রুট ও জেমস অ্যান্ডারসনের যৌথভাবে সর্বোচ্চ টেস্ট হারের সংখ্যা, যেখানে আরেকজন আছেন- অস্ট্রেলিয়ার ব্যাটার রিকি পন্টিং।
১: বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম অধ্যায় শুরুর পর প্রথমবার সিরিজ হারলো ইংল্যান্ড।
৩: স্টোকস ও ম্যাককালামের সঙ্গে এই প্রথমবার টানা তিন টেস্ট হারলো ইংলিশরা।