X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে বিসিবির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ১৭:০১আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:০১

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ প্রাণ হারিয়েছেন। বহুতল ভবনের আগুনের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন ঘটনার পর শোকে স্তব্ধ গোটা দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হতাহতদের প্রতি তাদের সমবেদনা প্রকাশ করেছে।

বিসিবি শুক্রবার বিকালে ফেসবুক পেজে লিখেছে, ‘বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আহত ও নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই।’

এমন একটি মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দশম বিপিএলের ফাইনাল। ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। 

ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন তারা।

এদিকে বেইলি রোডের ঘটনায় শোকে স্তব্ধ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘ঢাকার বেইলি রোড অগ্নিকাণ্ডে ৪৬ জনের মর্মান্তিক ক্ষয়ক্ষতিতে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিধ্বংসী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে আছি। আল্লাহ শোকাহত পরিবারগুলোকে সান্ত্বনা দান করুন এবং এই হৃদয়বিদারক ক্ষতিতে ক্ষতিগ্রস্ত সকলকে রহম করুন।’

রংপুর রাইডার্সের ক্রিকেটার সাকিব আল হাসান লিখেছেন, ‘আমরা শোকাহত। বেইলি রোডের ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘বেইলি রোডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের বদলানো উচিত নয়তো কখনো এর পরিবর্তন হবে না!’

উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম শোক প্রকাশ করে পোস্ট করেছেন, ‘আসুন আমরা তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি যারা গতকাল দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের সময় প্রাণ হারিয়েছিলেন…আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘বেইলি রোডের ফায়ার ট্র্যাজেডির খবরে গভীরভাবে শোকাহত। আমার প্রার্থনা সেই সমস্ত ক্ষতিগ্রস্থ এবং বিদেহী আত্মার প্রতি। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দূর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। সাথে ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন বুলবুল
বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
রজতজয়ন্তীর দিনে হোম অব ক্রিকেটে অনার্স বোর্ড
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল