X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আমারটা মিস জাজমেন্ট, লিটনেরটা বলতে পারবো না: শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ১৭:৩১আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৭:৩৮

৫১১ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে পাঁচ ব্যাটারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, শাহাদাত হোসেন দিপু ও লিটন দাস- কেউই ভালো বলে আউট হননি। কান্ডজ্ঞানহীন শট খেলে দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরেছেন। যেসব আউটের কোন ক্রিকেটীয় ব্যাখ্যা নেই। ৩৭ রানে ৫ উইকেট হারানো দলটার হাল ধরেন মুমিনুল হক। তার ৮৭ রানের ইনিংসের উপর ভিত্তি করেই বাংলাদেশ হারের ব্যবধান কমাতে পারে। ৩২৮ রানে বড় ব্যবধানে হারের পর অধিনায়ক শান্ত নিজেদের ব্যর্থতার দায় নিচ্ছেন। নিজের আউট নিয়ে ব্যাখ্যা দিলেও লিটনের শটের কারণ বলতে পারেননি তিনি!

ওপেনার জয়ের বিদায়ের পর উইকেটে নামেন অধিনায়ক শান্ত। দলের হয়ে হাল ধরা তো দূরের কথা, খেলেন কাণ্ডজ্ঞানহীন এক শট। কাসুন রাজিথার অফ স্টাম্পের বেশ বাইরের একটি বল ড্রাইভ করতে গেলে ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো দিমুথ করুনারত্নের হাতে। ৫ বলে ৬ রান করে আউট হন শান্ত।

নিজের আউট নিয়ে শান্ত বলেছেন, ‘আমার আউটটা নিয়ে যেটা বলতে পারবো, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’

আগের বলেই যেখানে শাহাদাতকে ফিরতে হয়েছে, সেখান লিটন যা করেছেন তার ক্রিকেটীয় ব্যাখ্যা দেওয়া বেশ কঠিন। দলের পরিস্থিতির কথা বেমালুম ভুলে গিয়েছেন। প্রথম বলেই উইকেট ছেড়ে বেড়িয়ে ছক্কা হাঁকাতে যান। আকাশে তুলে অ্যাঞ্জেলো ম্যাথুজের তালুবন্দি হয়ে ফেরেন খালি হাতে। লিটনের ওই আউটের পরই মূলত হার দেখতে শুরু করে বাংলাদেশ। লিটনের আউট নিয়ে শান্ত বলেছেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারবো না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না।’

সময়টা একদমই ভালো যাচ্ছে না লিটনের। সাদা বলে ভালো না করার কারণে বাদ পড়েছিলেন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে। টেস্টে ফিরেও দুই ইনিংসে হয়েছেন ব্যর্থ। এ অবস্থায় তাকে সমর্থন দেওয়ার কথাই বলছেন অধিনায়ক শান্ত, ‘শেষ ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর ব্রেকের কথাই চিন্তা করেছি। কারণ ও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার এখন পর্যন্ত। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিত এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই ওকে সাপোর্ট করছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি খুবই আশাবাদী পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।'

শান্ত আরও যোগ করে বলেছেন, ‘নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন খেলেছেন কী কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সঙ্গে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার, সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ভুগিয়ে মাস সেরা কামিন্দু
সিরিজ হারে সাতে নেমে গেছে বাংলাদেশ
এমন ব্যর্থতায় ‘অপরাধবোধ’ নেই শান্তর
সর্বশেষ খবর
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস