X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঘরের মাঠে কোহলিদের টানা দ্বিতীয় হার 

স্পোর্টস ডেস্ক 
০৩ এপ্রিল ২০২৪, ০০:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০০:৫৬

অভিষেক ম্যাচের মতো মায়াঙ্ক যাদবের গতির ঝড় অব্যাহত রইলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও! তার ম্যাচসেরা বোলিংয়ে স্বাগতিকদের ২৮ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে তৃতীয় হারে চাপেও পড়ে গেছে কোহলিরা। ঘরের মাঠে হেরেছে টানা দ্বিতীয় ম্যাচ। 

টস হেরে শুরুতে ব্যাট করেছে লখনউ। শুরুতেই বিধ্বংসী ব্যাটিংয়ে বড় স্কোরের মঞ্চ গড়ে দেন কুইন্টন ডি কক। ৫৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছয়। তাছাড়া নিকোলাস পুরানের ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসও অবদান রাখে। পুরানের ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছয়ের মার। মার্কাস স্টয়নিসও ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন। তাতে লখনউ ৫ উইকেটে পায় ১৮১ রানের বড় স্কোর। বেঙ্গালুরুর হয়ে ২৩ রানে দুটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। একটি করে নিয়েছেন রিস টপলি, যশ দয়াল ও মোহাম্মদ সিরাজ। 

জবাবে এই ম্যাচেও গতির ঝড় তোলেন মায়াঙ্ক যাদব। ১৫৫.৮ কিলোমিটার ঘণ্টা প্রতি বল করে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও রজত পতিদারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। তাতে বেঙ্গালুরু নিয়মিতে বিরতিতে উইকেট হারাতে থাকায় বেশি দূর যেতে পারেনি। ১৯.৪ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় তারা। টপের তিন ব্যাটারই শুরুতে যা কিছুটা অবদান রাখেন। কোহলি (২২), ফাফ দু প্লেসি (১৯) ও রজত পতিদার ২৯ রান করেছেন। তাছাড়া মাঝের দিকে ১৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মোহিপাল লোমোর। 

মায়াঙ্কের ম্যাচসেরা বোলিং ছাড়াও ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন নাভিন উল হক। একটি করে নিয়েছেন সিদ্ধার্থ, যশ ঠাকুর ও মার্কাস স্টয়নিস। 

/এফআইআর/      
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন