X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গুজরাটের কাছে পাঞ্জাবের টানা চতুর্থ হার

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ০০:৪৬আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০০:৪৬

মোহালিতে ঘরের দর্শকদের সামনে টানা চতুর্থ হারের যন্ত্রণা পেতে হলো পাঞ্জাব কিংসকে। গুজরাট টাইটান্স তাদের তিন উইকেটে হারিয়ে আইপিএলের চতুর্থ জয়ের দেখা পেলো। তাতে পয়েন্ট টেবলের মধ্যভাগে উঠে গেলো গত দুই আসরের ফাইনালিস্টরা।

আগে ব্যাটিংয়ে নেমে স্যাম কারান ও প্রভসিমরান সিংয়ের ওপেনিং জুটিতে ষষ্ঠ ওভারে ৫২ রান করে পাঞ্জাব। ২১ বলে ৩৫ রান করে মোহিত শর্মার শিকার হন প্রভসিমরান। পরের ব্যাটারদের ব্যর্থতায় স্বাগতিকদের ইনিংস শেষে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।

সাই কিশোরের বোলিংয়ে শেষ বলে ১৪২ রানে অলআউট হয় পাঞ্জাব। হারপ্রীত ব্রার ১২ বলে ২৯ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

সাই চার ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে গুজরাটের সেরা বোলার। দুটি করে উইকেট নেন মোহিত ও নুর আহমেদ।

লক্ষ্যে নেমে গুজরাটের কোনও ব্যাটারই বড় কোনও ইনিংস খেলতে পারেননি। শুবমান গিল ও সাই সুদর্শন দ্বিতীয় উইকেটে ৪১ রানের সর্বোচ্চ জুটি গড়েন। সুদর্শন করেন ৩১ রান, ৩৫ রান আসে গিলের ব্যাটে।

গুজরাটের জয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাহুল তেওয়াতিয়ার। ১৮ বলে ৭ চারে ইনিংস সেরা ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৯তম ওভারে হার্শাল প্যাটেলের জোড়া আঘাত সামলে নিয়ে গুজরাট জিতে যায় পাঁচ বল বাকি থাকতে।

১৯.১ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করে গুজরাট।  ম্যাচসেরা হয়েছেন তাদের বোলার সাই।

এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে গুজরাট। ৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে পাঞ্জাব।

/এফএইচএম/
সম্পর্কিত
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ