X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের টুকিটাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৪, ২০:৩৬আপডেট : ০১ জুন ২০২৪, ২০:৩৯

রাত পোহালেই শুরু চার-ছক্কার ধুম-ধারাক্কা ক্রিকেট। প্রথমবারের মতো সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে জেনে নেওয়া যাক টুর্নামেন্টের নবম আসরের টুকিটাকি-

বিশ্বকাপের আয়োজক: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে এবারের টুর্নামেন্ট আয়োজন করছে। ওয়েস্ট ইন্ডিজের পুরুষদের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসির বেশ কিছু ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা আছে। তবে এবারই প্রথম আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্র সহআয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে।

প্রথমবারের মতো ২০ দলের বিশ্বকাপ: বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ২০টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে খেলবে ৫টি দল।

বিশ্বকাপের ফরম্যাট: প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। চার গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করবে। শীর্ষ দুটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। আর সেখান থেকে শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সেমিতে জয়ী দল দুটি শিরোপা লড়াইয়ে মাঠে নামবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং:

গ্রুপ ‘এ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

গ্রুপ ‘সি’: ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা

গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

কতদিনের টুর্নামেন্ট: আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। উদ্বোধনী এই ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে কানাডা। ২৯ জুন হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। সবমিলিয়ে ২৮ দিনে ৫৫ টি ম্যাচ খেলবে ২০টি দল।

বিশ্বকাপের ভেন্যু: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ৯টি ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা এবং টেক্সাস; অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট, অ্যান্টিগা, বার্বাডোস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। উদ্বোধনী ম্যাচটি হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে, ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোসের ব্রিজটাউনে।

বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়: নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাসে হবে ম্যাচটি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।

ভারত ও পাকিস্তানের ম্যাচ কবে, কোথায়: ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি। টুর্নামেন্টে সব থেকে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন কারা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আটটি আসরে ছয়টি দল চ্যাম্পিয়ন হয়েছে। টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপে ভারত শিরোপা ছুঁয়েছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুইবার করে শিরোপা জিতলেও পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে শিরোপা জিতেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২২ সালে পাকিস্তানকে হারিয়ে নিজেদের প্রথম টি-টোয়েন্টি শিরোপা ঘরে তুলেছিল ইংলিশরা।

অনন্য রেকর্ডের সামনে অস্ট্রেলিয়া: বৈশ্বিক আসর মানেই যেন অস্ট্রেলিয়ার রাজত্ব! কয়েক ঘণ্টা পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সামনে অনন্য এক রেকর্ড হাতছানি দিচ্ছে। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফির সঙ্গে ওয়ানডে বিশ্বকাপও তাদের দখলে। বার্বাডোসে অনুষ্ঠেয় ফাইনাল জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারলে একইসঙ্গে সব সংস্করণের বিশ্বকাপের মালিক বনে যাওয়া প্রথম দল হবে অস্ট্রেলিয়া। আবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরও বর্তমান চ্যাম্পিয়ন। মেয়েদের টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই সংস্করণের সবশেষ বিশ্বকাপেও তারা শিরোপাজয়ী।

সবচেয়ে বেশি রান: এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন লঙ্কান সাবেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। তার মোট রান ১ হাজার ১৬। তার পেছনেই আছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের রান ৮৪৭, আর কোহলির ৮৪৫। দু’জনেই হয়তো এই বিশ্বকাপেই মাহেলাকে ছাড়িয়ে যাবেন।

সবচেয়ে বেশি চার: রানের মতো সবচেয়ে বেশি চারের তালিকার শীর্ষেও মাহেলা জয়াবর্ধনে। বিশ্বকাপে তিনি চার মেরেছেন ১১১টি। তার পেছনেই আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ১০৩ চারে অপরাজিত থাকা কোহলি নিশ্চিত ভাবেই মাহেলার রেকর্ডটি নিজের করে নেবেন। কোহলির পেছনে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার চার ৯১টি।

সবচেয়ে বেশি ছক্কা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ব্যাটিং দানব ক্রিস গেইলের। ৩১ ইনিংস ব্যাটিং করে ক্যারিবীয় এই তারকা ছক্কা মেরেছেন ৬৩টি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া এই ক্রিকেটারের সামনে আর সুযোগ নেই বিশ্বকাপের মঞ্চে ছক্কা মারার। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩৬ ইনিংসে ৩৫ ছক্কা মেরেছেন তিনি। আপাতত গেইলের রেকর্ড ভাঙা তাই সহজ হচ্ছে না কারও জন্যই। 

দ্রুততম সেঞ্চুরি: ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন অবশ্য চলতি বছরেই টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে কম বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজে হয়তো আরও বিস্ফোরক কোনও ইনিংস দেখা যেতে পারে।

সবচেয়ে বেশি ক্যাচ: ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। ২৩টি ক্যাচ নিয়ে রেকর্ড বুকে আছেন তিনি। ২১ ক্যাচ নেওয়া ওয়ার্নারের দারুণ সুযোগ প্রোটিয়া কিংবদন্তিকে এই বিশ্বকাপেই ছাড়িয়ে যাওয়ার। 

এক আসরে সবচেয়ে বেশি রান: এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে যাওয়ার জোরালো সম্ভাবনা আছে এই আসরে। কারণ দলের সংখ্যা ১৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। ফলে ম্যাচের সংখ্যাও বাড়ছে। ২০১৪ বিশ্বকাপে ৬ ম্যাচে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ৩১৯ রান করেছিলেন। এবার কোহলি কিংবা অন্য যে কারও সুযোগ এক আসরের সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ভেঙে ফেলার। নবম আসরে সর্বোচ্চ নয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে অন্তত দুটি দল।

এক বিন্দুতে সাকিব-রোহিত: আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এই বিশ্বকাপকে ঘিরে আরেকবার এক বিন্দুতে মিলিত হতে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের দুই তারকা রোহিত শর্মা ও সাকিব আল হাসান। এই দুই জনেরই সামনে রয়েছে টানা নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনন্য এক কীর্তি গড়ার হাতছানি।

ম্যাচ টাই হলে কী হবে: কোনও ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হবে। সুপার ওভারও টাই হলে আরেকটি সুপার ওভার হবে। ম্যাচের ফল না আসা পর্যন্ত আলাদা আলাদা সুপার ওভার চলতে থাকবে।

বৈরী আবহাওয়া থাকলে ম্যাচের ফল কীভাবে নির্ধারণ হবে: খারাপ আবহাওয়ার কারণে ম্যাচের ফলাফলে বিঘ্ন ঘটলে অন্তত ৫ ওভার ব্যাটিং না হলে ফলাফল নিষ্পত্তি হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরের নিয়ম অনুযায়ী সেমি-ফাইনাল ও ফাইনালের ফল নির্ধারণে কমপক্ষে ১০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হতে হবে।

খেলা দেখার উপায় কী: বিশ্বকাপে অংশ নেওয়া ২০টি দেশের বিভিন্ন চ্যানেল ছাড়াও আরও কিছু স্পোর্টস চ্যানেল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশে খেলা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে। এ ছাড়া লাইভ স্কোর দেখা যাবে দুটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ড
ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ
পিসিবির মেন্টরের পদ ছাড়লেন শোয়েব মালিক
সর্বশেষ খবর
পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত
পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত
বাজে মৌসুমে যেভাবে মুখরক্ষা করতে চান গার্দিওলা
বাজে মৌসুমে যেভাবে মুখরক্ষা করতে চান গার্দিওলা
যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ১৯
যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ১৯
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো