X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১০:১৮আপডেট : ১০ জুন ২০২৪, ১২:১১

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল অনুশীলন সেরে নিয়েছে ক্যান্টিয়াগ পার্কে। অনুশীলনে মিলেছে স্বস্তির খবরও। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়া শরিফুল ইসলাম বল হাতে নিয়েছেন।  যদিও প্রোটিয়াদের বিপক্ষে শরিফুল খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়।

 

দারুণ ছন্দ নিয়েই বিশ্বকাপের ময়দানে গিয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। তাকে নিয়ে প্রত্যাশার মাত্রাও ছিল উচুঁতে। কিন্তু ১ জুন ভারতের বিপক্ষে নিউইয়র্কে প্রস্তুতি ম্যাচে শেষ ওভারে নিজের বলেই ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান  তিনি। এই চোটে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেতো বটেই, শঙ্কায় পড়ে যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও।

 

তবে শঙ্কা ছাপিয়ে ম্যাচের আগেরদিন অনুশীলনে দেখা গেছে শরিফুলকে বোলিং করতে। বোলিংয়ে তাকে বেশ স্বাচ্ছন্দেই বোলিং করতে দেখা গেলো। টিম ম্যানেজমেন্টের সদস্যরা বাঁহাতি পেসারকে উৎসাহিত করেছেন। তবে আজ রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুলের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন তিন পেসার বিশ্রাম কাটিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষেও একই পেস আক্রমণ নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, কন্ডিশন-উইকেট দেখে একাদশ সাজাবেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। তবে নিউইয়র্কের স্লো উইকেটে শরিফুলকে পাওয়া গেলে সেটা দলের জন্য সহায়কই হতো।

 

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া শরিফুলের বাঁহাতে ছয়টি সেলাই লেগেছিল। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত সাত থেকে দশ দিন সময় প্রয়োজন।  

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
ছাত্রলীগ কর্মীকে পা দিয়ে চেপে ধরে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীকে পা দিয়ে চেপে ধরে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক