X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

২৭ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৪, ১৩:৩৪আপডেট : ১৮ জুন ২০২৪, ১৪:১৬

চলতি বছর ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে ৩৩ বলে নামিবিয়ার নিকল লফটি-এটন সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ডটি গড়েছিলেন। চার মাসের ব্যবধানে নিকলের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন এস্তোনিয়ার শাহিল চৌহান। ১৮ ছক্কায় ২৭ বলে সেঞ্চুরি করেছেন তিনি।
 
সাইপ্রাসের এপিস্কোপিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে সাইপ্রাস। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শাহিল চৌহানের ৪১ বলে অপরাজিত ১৪৪ রানের ইনিংসে ভর করে মাত্র ১৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এস্তোনিয়া। ১৪৪ রানের ইনিংস খেলার পথে শাহিল দ্রুততম সেঞ্চুরির কীর্তিটি গড়েছেন। ২৭ বলে সেঞ্চুরি ছুঁয়ে তিনি পুরোনো সব দ্রুততম সেঞ্চুরির রেকর্ডগুলোকে পেছনে ফেলেছেন।

শুধু তাই নয়, শাহিলের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ছিল ১৮টি ছক্কা! যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনও এক ম্যাচে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। এবার শাহিল এক ইনিংসে হাঁকালেন ১৮ ছক্কা। 

দ্রুততম ৫ সেঞ্চুরি:-
১। শাহিল চৌহান -২৭ বল (এস্তোনিয়া), প্রতিপক্ষ-সাইপ্রাস (১৭ জুন, ২০২৪), ভেন্যু: এপিস্কোপি
২। নিকল লফটি-এটন-৩৩ বল (নামিবিয়া), প্রতিপক্ষ-নেপাল (২৭ ফেব্রুয়ারি ২০২৪), ভেন্যু: কীর্তিপুর
৩। কুশল মাল্লা-৩৪ বল (নেপাল), প্রতিপক্ষ-মঙ্গোলিয়া (২৭ সেপ্টেম্বর, ২০২৩), ভেন্যু: হ্যাংজু
৪। ডেভিড মিলার-৩৫ বল (দক্ষিণ আফ্রিকা), প্রতিপক্ষ- বাংলাদেশ (২৯ অক্টোবর, ২০১৭), ভেন্যু: পচেফস্ট্রুম
৫। রোহিত শর্মা-৩৫ বল (ভারত), প্রতিপক্ষ-শ্রীলঙ্কা(২২ ডিসেম্বর, ২০১৭), ভেন্যু: ইন্দোর


এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা:
১। শাহিল চৌহান-১৮ ছক্কা, প্রতিপক্ষ-সাইপ্রাস (১৭ জুন, ২০২৪), ভেন্যু: এপিস্কোপি
২। হজরতউল্লাহ জাজাই-১৬ ছক্কা, প্রতিপক্ষ- আয়ারল্যান্ড (২৩ ফেব্রুয়ারি ২০১৯), ভেন্যু: দেরাদুন
৩। ফিন অ্যালেন- ১৬ ছক্কা, প্রতিপক্ষ-পাকিস্তান (১৭ জানুয়ারি ২০২৪), ভেন্যু: ডানেডিন
৪। জিশান কুকিখেল-১৫ ছক্কা, প্রতিপক্ষ-অস্ট্রিয়া (৫ জানুয়ারি, ২০২২), ভেন্যু:  লোয়ার অস্ট্রিয়া
৫। অ্যারন ফিঞ্চ-১৪ ছক্কা, প্রতিপক্ষ-ইংল্যান্ড (১৯ আগস্ট, ২০১৩), ভেন্যু: সাউদাম্পটন

 

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন কামিন্স, হ্যাজলউড
চোটের কারণে প্রথম ওয়ানডেতে নেই কোহলি
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে থেকে অবসরে স্টয়নিস
সর্বশেষ খবর
গভীর রাতে ৩২ নম্বরে জিয়াফত আয়োজন
গভীর রাতে ৩২ নম্বরে জিয়াফত আয়োজন
ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলেন বিএনপির প্রতিনিধিদল
ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলেন বিএনপির প্রতিনিধিদল
মধ্যরাতে শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর-আগুন
মধ্যরাতে শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর-আগুন
পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন: বিএনপি
পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন: বিএনপি
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান