X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডের বিপক্ষেই কি রান খরা কাটাবেন মুশফিক?

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১০ মার্চ ২০১৬, ২০:২৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ২১:০২

অনুশীলনে কঠোর পরিশ্রম করেন মুশফিক। অনুশীলনে কঠোর পরিশ্রম করেন মুশফিক। এটা নতুন কোনও তথ্য নয়। সব সময়ই তার এমন পরিশ্রম ড্রেসিংরুমে বাড়তি উৎসাহ যোগায়। মুশফিককে দেখে বাকি খেলোয়াড়রা অনুপ্রাণিত হয় আরও পরিশ্রম করার ব্যাপারে। কোচ হাথুরুসিংহ থেকে শুরু করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পর্যন্ত এক বাক্যে মুশফিককে বাংলদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দিয়েছেন বেশ কয়েক বছর আগেই। মাশরাফিতো প্রায়ই বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হচ্ছে মুশফিক।’
তবে বেশ কিছুদিন ধরে ডিপেন্ডেবল মুশফিক তার নামের প্রতি সঠিক বিচার করতে পারছেন না। রান নেই তার ব্যাটে। কিপিং করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ ছাড়ছেন নিয়মিত ভাবে। টিমের সবার চোখেই তাই চিন্তার ভাঁজ। মুশফিক কি তাহলে হারিয়ে যাচ্ছেন? নাকি দ্রুতই ফিরে আসবেন। এমন প্রশ্ন তাই মুশফিক ভক্তদের চোখে-মুখে!

তাই প্রশ্নও উঠে যাচ্ছে, ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাতি কি হারাচ্ছেন মুশফিক? নাকি স্ব-মহিমায় ফিরবেন আয়ারল্যান্ডের বিপক্ষেই।

প্রধান কোচ হাথুরুসিংহে অবশ্য মুশফিকসহ অন্য সিনিয়র ব্যাটসম্যানদের ফর্মহীনতা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় নেই। তিনি বলেন, ‘আমার সবাই জানি তারা কতটুকু সক্ষম। এখন তারা যা খেলছে এর চেয়ে তারা আরও বেশি সক্ষম। আমার বিশ্বাস তারা দ্রুতই রানে ফিরবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা দল হিসেবে পারফরম্যান্স করছি। দলের ৬-৭ জন খেলোয়াড় একাই পারফম্যান্স করবে না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তারা পরিশ্রম করছে।’

অবশ্য পরিশ্রম যে আসলেই করছে বোঝা গেলো ইনডোরে এসেই! বৃহস্পতিবার বাংলাদেশ দলের সহকারী ও স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে মুশফিকুর রহিমকে একের পর এক বল ছুড়ছেন। এমনও হচ্ছে, কোনও কোনও বল বোলিং ক্রিজের বাইরে পা রেখেও ছাড়ছেন কালপাগে। সেই বলগুলো আকাশে উঁড়িয়ে মারছেন মুশফিক।

পরিসংখ্যান ঘেঁটে মুশফিকের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে কিছুটা অবাকই হতে হবে। শেষ ১০ ম্যাচে মুশফিকের কোনও হাফসেঞ্চুরিতো নেই-ই, একটিমাত্র ইনিংস আছে ত্রিশের উপরে! টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গতবছর নভেম্বর থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি খেলছে। এতো ম্যাচ খেলার পরও টি-টোয়েন্টি রপ্ত করতে পারেননি মুশফিক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচ ধরেই ব্যর্থতা সঙ্গী হচ্ছে মুশফিকের। সেই ২০১৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন। এরপর সেই থেকে রান খরায় ভুগছেন তিনি।

এর বাইরেও বিপিএল এবং পিএসএল খেলেছেন। বিপিএলে সিলেট সুপার স্টারসের হয়ে খেলে ৯ ম্যাচে ব্যাট করতে পেরে ২৬.১৬ গড়ে ১৫৭ রান করেছেন। সেখানেও হাফসেঞ্চুরি মাত্র একটি। পিএসএলে করাচি কিংসের হয়ে ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। প্রথম ম্যাচে অপরাজিত ১০, দ্বিতীয় ম্যাচে ৬ ও তৃতীয় ম্যাচে ৩৩ রান করেছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা