X
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
২ ফাল্গুন ১৪৩১

ফাইনালে গল, আরও একটি সুযোগ পাচ্ছে জাফনা

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৯:৫০আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৯:৫৪

লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠার লড়াইয়ে বৃহস্পতিবার জাফনা কিংস ও গল মার্ভেলস মুখোমুখি হয়েছিল। আগে ব্যাটিং করে জাফনা ১৭৮ রানের লক্ষ্য দিলেও শেষ রক্ষা হয়নি। মাঝারি মানের এই লক্ষ্য টিম সেইফার্ট ও জানিথ লিয়ানাগের জোড়া হাফ সেঞ্চুরিতেই ১১ বল আগেই ৩ উইকেট হারিয়ে গল ছুঁয়ে ফেলেছে। তবে গলকে ফাইনালে তোলার নায়ক দলটির পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ২৩ রানে ৪ উইকেট নিয়ে জাফনার ইনিংসকে খুব বড় করতে দেননি তিনি। তাই ম্যাচসেরাও হয়েছেন। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে গল তাদের ওপেনার নিরোশান দিকবেলাকে (৯) রানে হারায়। এরপর অ্যালেক্স হেলস ও টিম সেইফার্ট মিলে ৪১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। ২১ বলে ৩৬ রান করে হেলসের বিদায়ের পর সেইফার্ট ও লিয়ানাগে মিলে ৬২ বলে ৯২ রানের জুটি গড়ে দলের জয়টা নিশ্চিত করে ফেলেন। জয় থেকে ১৬ রান দূরে থাকতে লিয়ানাগে আউট হলে জুটি ভাঙে তাদের। ৩৬ বলে ৫৬ রান করে আউট হন লিয়ানাগে। সেইফার্ট ৪১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন।

জাফনার বোলারদের মধ্যে ফাবিয়ান অ্যালেন, আজমতউল্লাহ ওমরজাই এবং তাবরাইজ শামসি একটি করে উইকেট নিয়েছেন।

শুরুতে টস হেরে ব্যাট করেছে জাফনা কিংস। শুরুতে পাথুম নিসাঙ্কাকে হারালেও কুশল মেন্ডিস ও রাইলি রুশো মিলে ৬১ রানের জুটি গড়েন। রুশো ২২ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হলে আভিষ্কা ফার্নান্দোকে নিয়ে কুশল গড়েন আরও ৪৫ রানের জুটি। কুশল ৩৯ বলে ৪৬ রান করে আউট হলেও আভিষ্কা হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে স্কোর এগিয়ে নেন তিনি। এর বাইরে আরও কেউ রান করতে না পারায় জাফনার স্কোর গিয়ে থামে ৭ উইকেটে ১৭৭ রানে।

গলের পেসার ডোয়াইন প্রিটোরিয়াস সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন। এছাড়া ইসুরু উদানা দুটি এবং প্রবাদ জয়সুরিয়া নেন একটি উইকেট।

জাফনা হারলেও ফাইনালে যাওয়ার জন্য আরও একটি সুযোগ পাচ্ছে। দিনের অপর ম্যাচে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২০ জুলাই।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অজি স্পিনারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ 
চোট ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন আফগান স্পিনার
জানুয়ারির মাসসেরা ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিক্যান
সর্বশেষ খবর
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
বিনা মেঘে বজ্রপাত, শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
অটোরিকশা ছিনতাই করতে ফালান মিয়াকে হত্যা করেছিল তারা
কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান
কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
কবি সোহেল হাসান গালিব কারাগারে
কবি সোহেল হাসান গালিব কারাগারে
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
ভারতের কাছে ট্রাম্পের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক: হাসনাত আবদুল্লাহ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন