X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

১৮ মাস পর শ্রীলঙ্কার টেস্ট দলে ওশাডা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭

দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ফর্মে ওশাডা ফার্নান্ডো। ১২২ ও ৮০ রানের ম্যাচসেরা ইনিংস খেলে জাতীয় দলের নির্বাচকদের নজরে এলেন তিনি। গলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে ডাকও মিললো তার।

এই টপ অর্ডার ব্যাটারের নৈপুণ্যে কিম্পার্লিতে দুটি আনঅফিসিয়াল টেস্টের প্রথম ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। ২০২৩ সালের মার্চে সবশেষ টেস্ট খেলেছিলেন ওশাডা। ১৮ মাস পর শ্রীলঙ্কার টেস্ট দলে জায়গা ফিরে পেলেন তিনি।

ওপেনিং ব্যাটার নিশান মাদুশকার জায়গা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্টে ৪, ০, ৭ ও ১৩ রান করেছিলেন তিনি। তৃতীয় ম্যাচে তো বাদই পড়লেন। প্রত্যাশিতভাবে নিউজিল্যান্ড টেস্টের দলে জায়গা হলো না তার। ইংল্যান্ড সফরে থাকা ফাস্ট বোলিং অলরাউন্ডার নিসালা থারাকা ও সিমার কাসুনও বাদ পড়েছেন।

দলে ফিরলেও ওশাডার একাদশে জায়গা পাওয়া কঠিন। বর্তমান ব্যাটিং অর্ডার বেশ শক্ত অবস্থানে আছে। দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস সম্ভবত তাদের একাদশে জায়গা ধরে রাখবেন। স্পিনার রমেশ মেন্ডিস আট নম্বরে ব্যাটিং করবেন। অপেক্ষায় আছেন সাদিরা সামারাবিক্রমাও। বাকি তিনটি জায়গায় শীর্ষ স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গে দুই সিমার কিংবা আরেকজন বাড়তি স্পিন বোলার হিসেবে জেফরি ভ্যান্ডারসেকে খেলানো হতে পারে।

সেক্ষেত্রে ওশাডার খেলার একটা রাস্তা খোলা, অভিজ্ঞ ম্যাথুজ কিংবা করুণারত্নের বদলে।

দুটি টেস্টেই হবে গলে। আগামী বুধবার ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ।

শ্রীলঙ্কা স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশাডা ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েক।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের