X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বরিশালে থাকছেন তামিম, ঢাকায় মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৫:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৬

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা নিশ্চিত না হলেও ঘরোয়া ক্রিকেট বাঁহাতি এই ব্যাটার নিয়মিতই খেলবেন। ভারত সিরিজে তামিম ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। ভারতে থাকা অবস্থায় নিশ্চিত হলো তামিমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল। আগের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা তামিম এবারও একই দলে খেলছেন। অন্যদিকে, আরেক আইকন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ঢাকায় খেলবেন বলে জানা গেছে।

বিপিএলের প্রথম চার মৌসুমের তিনটিতেই ছিল না বরিশালের ফ্র্যাঞ্চাইজি। তবে ২০২২ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। ২০২২ ও ২০২৩ সালে বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে সাকিবের জায়গায় তামিমকে দলে নেয় এই ফ্র্যাঞ্চাইজি। তামিমের নেতৃত্বে প্রথম আসরে দলটি শিরোপাও জিতেছে।

তামিমের থাকার বিষয়টি নিশ্চিত করে ফরচুন বরিশাল নিজেদের ফেসবুক পেজে লিখেছে, ‘ফরচুন বরিশালে স্বাগতম। অধিনায়ক খান সাহেব। ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’

তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররাও। দলটি মুশফিকের সঙ্গেও নতুন চুক্তি করেছে। মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়টি এখনও পরিষ্কার নয়।

এদিকে, গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার নাম লেখাচ্ছেন ঢাকায়। রাজনৈতিক পট পরিবর্তনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বিপিএলে থাকছে না। দলটির ধরে রাখা স্থানীয় খেলোয়াড়েরা এবার অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে শুরু করেছেন।  

বিপিএলে সবচেয়ে বেশি দল অংশ নিয়েছে ঢাকার হয়ে। বার বার মালিকানা পরিবর্তনের কারণে ফ্র্যাঞ্চাইজিটির নাম পরিবর্তন হয়েছে। ধারণা করা হচ্ছে, এবারও নাম পরিবর্তন হতে পারে। আলোচনায় আছে ঢাকা ক্যাপিটালসের নাম। সর্বশেষ দুর্দান্ত ঢাকা নামে বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার আগে ঢাকা ডমিনেটরস, ঢাকা গ্ল্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা নামেও খেলেছে।  মোস্তাফিজ এবার এই ঢাকার হয়েই বিপিএল মাতাবেন। এমনিতে বিপিএলে মোস্তাফিজ বেশ সফল। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মোহামেডানের সঙ্গে মোস্তাফিজের চুক্তি
সিঙ্গাপুর থেকে ফিরে মাঠে হাজির তামিম
তামিমের বদলে নেতৃত্ব পাচ্ছেন হৃদয়
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি