X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
ওয়ানডে র‌্যাঙ্কিং

শীর্ষ বোলার শাহীন, উন্নতি হয়েছে শান্ত-মিরাজেরও

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১৫:২২আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৫:২২

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারে টিম র‌্যাঙ্কিংয়ে একধাপ পতন হয়েছে বাংলাদেশের। তবে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের। সিরিজে পারফর্ম করাতেই এর ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৯ ধাপ। তার অবস্থান ২৩ নম্বরে। তবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতি করেছেন তিনি। চার ধাপ এগিয়ে চার নম্বরে জায়গা করে নিয়েছেন অফস্পিনিং এই অলরাউন্ডার। 
  
অস্ট্রেলিয়ায় ২২ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। অসাধারণ সাফল্যের পর এবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে তারা। পেস বোলিং র‌্যাঙ্কিংয়ে আবার চূড়ায় উঠেছেন পেসার শাহীন আফ্রিদি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে অসাধারণ অবদান রেখেছেন শাহীন। তিন ম্যাচে ১২.৬২ গড়ে ৮ উইকেট নিয়েছেন। তাতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ। দখলে নিয়েছেন কেশব মহারাজের আসন। দক্ষিণ আফ্রিকান স্পিনার দুই ধাপ নেমে তিনে অবস্থান নিয়েছেন। দ্বিতীয়স্থান ধরে রেখেছেন আফগান স্পিনার রশিদ খান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিংয়ে র‌্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে আরেক পাক পেসার হারিস রউফেরও। ১৪ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। প্লেয়ার অব দ্য সিরিজ ও মোট ১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ রেটিংও অর্জন করেছেন তিনি। ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন সতীর্থ নাসিম শাহও। ১৪ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। 

শাহীনের শীর্ষে ওঠা মানে ওয়ানডেতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শীর্ষস্থান পাকিস্তানের দখলে। সাবেক অধিনায়ক বাবর আজম ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগেই শীর্ষে রয়েছেন। যা চ্যাম্পিয়নস ট্রফির আগে ভীষণভাবে উজ্জীবিত রাখবে তাদের।  গত বছর ওয়ানডে বিশ্বকাপের মাঝপথেও র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিলেন শাহীন।  

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ানেরও উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন। 

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংরেও তালিকা প্রকাশ করেছে আইসিসি। শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা চার ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন। তার আগে রয়েছেন আদিল রশিদ। 

/এফআইআর/ 
সম্পর্কিত
রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল
ভারত-পাকিস্তান সংঘাত: সূচি অনুযায়ী মাঠে গড়াবে পিএসএল 
ভারতের পেসারকে প্রাণনাশের হুমকি 
সর্বশেষ খবর
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান