X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫

ওয়েস্ট ইন্ডিজ ৩৬.৫ ওভারে ২৩০/৩ (হোপ ১৭*, রাদারফোর্ড ২৪*, কার্টি ৪৫, কিং ৮২, লুইস ৪৯)

বাংলাদেশ ৪৫.৫ ওভারে ২২৭/১০ (নাহিদ ৪*, শরিফুল ১৫, মাহমুদউল্লাহ ৬২, তানজিম ৪৫, রিশাদ ০, জাকের ৩, আফিফ ২৪, তানজিদ ৪৬, মিরাজ ১, লিটন ২, সৌম্য ২)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

আগের ম্যাচে শেরফানে রাদারফোর্ড ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ জয় এনে দেন। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতেও তার ছক্কায় সাফল্য পেলো স্বাগতিকরা। ৩৬.৫ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে তারা। ২০১৪ সালের পর প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে তারা ২-০ তে এগিয়ে থাকলো।

২২৮ রানের সহজ লক্ষ্যে নেমে এভিন লুইস ও ব্র্যান্ডন কিংয়ের ১০৯ রানের জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। কিং একপ্রান্ত থেকে ঝড় তোলেন। ৫২ বলে ৮ চারে হাফ সেঞ্চুরি করেন তিনি। লুইস ছন্দে ফিরলেও ১ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। কিসি কার্টি ৭ চারে ৪৭ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে ছোটখাটো ঝড় তুললেন রাদারফোর্ড।

অবশ্য ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন উইন্ডিজ বোলাররা, বিশেষ করে জেইডেন সিলস। প্রথম ছয় জনের মধ্যে চার ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন তিনি। ২২ রান খরচায় চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করলেন এই পেসার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

সিলসের বোলিং তোপে পড়ে ১১৫ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিব ৯২ রানের রেকর্ড জুটি গড়ে দলীয় স্কোর দুইশ পার করেন তারা।  

কার্টিকেও ফিফটি করতে দিলো না বাংলাদেশ

এভিন লুইসকে এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ। একই আক্ষেপে পুড়তে হয়েছে কিসি কার্টিকে। ৩৪তম ওভারের প্রথম বলে আফিফ হোসেনের শিকার হন তিনি নাহিদ রানার ক্যাচ হয়ে। ১৯৭ রানে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ। ৪৭ বলে ৭ চারে ৪৫ রান করেন কার্টি।  

নাহিদের শিকার কিং

ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দিয়ে নাহিদ রানার শিকার হলেন ব্র্যান্ডন কিং। ওপেনিংয়ে এভিন লুইসের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন তিনি। তারপর কিসি কার্টিকে নিয়ে তার জুটি ৬৬ রানের বেশি হলো না। ২৯তম ওভারের প্রথম বলে নাহিদের কাছে বোল্ড হলেন উইন্ডিজ ওপেনার। দলীয় ১৭৫ রানে দ্বিতীয় উইকেট হারালো স্বাগতিকরা। ৭৬ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮২ রান করেন কিং।

লুইসকে এক রানের আক্ষেপে পোড়ালেন রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি একশ রানে পেরিয়ে গেছে। অথচ ৭৫ রানে ভাঙতে পারতো এই জুটি। মেহেদী হাসান মিরাজের বলে এভিন লুইস লং অনে সৌম্য সরকারের হাত ফসকে জীবন পান। আগের বলেই ছক্কা মেরেছিলেন তিনি।

২৮ রানে জীবন পাওয়া লুইসকে ছাপিয়ে আগ্রাসী কিং। ১৭তম ওভারের দ্বিতীয় বলে তিনি সপ্তম হাফ সেঞ্চুরি করেন।

২১তম ওভারের প্রথম বলে রিশাদ হোসেন ভাঙেন এই জুটি। ৫২ বলে দুটি চার ও চারটি ছয়ে ৪৯ রানে বাংলাদেশি স্পিনারের হাতে ফিরতি ক্যাচ তুলে দেন লুইস। ১০৯ রানে বাংলাদেশ পায় প্রথম উইকেট।

পাওয়ার প্লেতে ৫৪ রান দিয়ে উইকেটশূন্য বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। শরিফুল ইসলামের প্রথম ওভারেই ১০ রান তোলে স্বাগতিকরা।

এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে ষষ্ঠ ওভার পর্যন্ত ২৩ রান দেয় বাংলাদেশ। সপ্তম ওভারে শরিফুল আবারও ১০ রান খরচ করলে তারা নিয়ন্ত্রণ হারায়। 

নবম ওভারে তানজিম হাসান সাকিবের ছয় বলে দুটি চার ও এক ছয়ে ১৬ রান করে ক্যারিবিয়ানরা। প্রথম পাওয়ার প্লে শেষে সুখবর নেই। ১০ ওভারে ৫৪ রান দিয়েছে তারা।

শরিফুলের খরুচে প্রথম ওভারের পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং

প্রথম ওভারে শরিফুল ইসলাম ১০ রান দেন। পরের ওভারগুলোতে বেশ আঁটসাট বোলিং করলেন তিনি। তানজিম হাসান সাকিবও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। তাতে ৬ ওভার শেষে ওপেনিং জুটিতে ২৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

মাহমুদউল্লাহ-তানজিমের রেকর্ড জুটির পর ২২৭ রানে অলআউট বাংলাদেশ

রোমারিও শেফার্ড ৮ বলে দুই চার ও এক ছয়ে ১৫ রানে গুডাকেশ মোটির ক্যাচ হলেন। বাংলাদেশ ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট। পুঁজিটা লড়াই করার মতো নয় বলেই মনে হতে পারে।

কিন্তু আরও আগেই বাংলাদেশ অলআউট হওয়ার শঙ্কা জাগিয়ে তুলেছিল। পাওয়ার প্লেতে জেইডেন সিলস দ্রুত তিন উইকেট তুলে নেন। তারপর তানজিদ হাসান তামিম মনোযোগ হারিয়ে জাস্টিন গ্রিভসের শিকার হন। আফিফ ভালো শুরু করলেও বড় স্কোর করতে পারেননি। জাকের আলীও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ১১৫ রানে নেই সাত উইকেট।

কিন্তু মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিব দাঁড়িয়ে যান। তাদের ৯২ রানের  রেকর্ড জুটিতে বাংলাদেশ স্বস্তিতে ফেরে। দুজনেই চার-ছয় মেরেছেন উইন্ডিজ বোলারদের চোখে চোখ রেখে। তদের ব্যাটে কল্পনাতীতভাবে বাংলাদেশ দুইশ পার করে।

মাহমুদউল্লাহ ও তানজিম দ্রুত ফিরে যান। তারপর শরিফুল ইসলামের ক্যামিও ইনিংসে বাংলাদেশ রান বাড়ায়।

সিলস সর্বোচ্চ চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।

৩১তম হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ

৬২ রানে সিলসের চতুর্থ শিকার মাহমুদউল্লাহ

৪৫তম ওভারে দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই সফল জেইডেন সিলস। চতুর্থ উইকেট তুলে নিলেন তিনি। মাহমুদউল্লাহকে ডিপ ব্যাকওয়াওয়ার্ড পয়েন্টে গুডাকেশ মোটির ক্যাচ বানান উইন্ডিজ পেসার। ৯২ বলে ২ চার ও চার ছয়ে ৬২ রান করেন বাংলাদেশি ব্যাটার। ২০৯ রানে বাংলাদেশ হারালো নবম উইকেট।

মাহমুদউল্লাহ-তানজিমের রেকর্ড জুটি ভাঙলো

১১৫ রানে বাংলাদেশ সাত উইকেট হারিয়ে ধুঁকছিল। সেই দলটি কি না আর কোনও উইকেট না হারিয়ে দুইশ পার করে ফেললো! পুরো কৃতিত্ব মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিবকে দিতে হবে। অষ্টম উইকেটে দুজনের রেকর্ড জুটিতে বাংলাদেশ স্বস্তিতে ফিরেছে। শেষ পর্যন্ত রোস্টন চেজকে তানজিম ফিরতি ক্যাচ দিলে ভাঙে এই জুটি। ৬২ বলে ক্যারিয়ার সেরা ৪৫ রান করেন তিনি। ২০৭ রানে আট উইকেট হারালো সফরকারীরা।

মাহমুদউল্লাহর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি, বাউন্ডারিতে দুইশ পার

আফগানিস্তানের বিপক্ষে শারজায় এবং সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফ সেঞ্চুরি উদযাপন করেন মাহমুদউল্লাহ। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতেও যখন ব্যাটাররা ধুঁকছেন, তখন আরেকটি ফিফটির দেখা পেলেন তিনি। ৮৪ বলে ১ চার ও ৩ ছয়ে ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৩তম ওভারে বাউন্ডারি মেরে তিনি দলীয় স্কোর দু্ইশ পার করেন।

মাহমুদউল্লাহ-তানজিমের ইনিংস সেরা জুটিতে দেড়শ পার

উইকেট পড়ার মিছিলে বাংলাদেশ লাগাম টেনেছে। মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিবের ইনিংস সেরা জুটিতে বাংলাদেশ দেড়শ পার করেছে। তাদের আগে সর্বোচ্চ ৩৬ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। এবার তানজিমকে নিয়ে মাহমুদউল্লাহর জুটি চল্লিশ ছাড়িয়েছে।

মিন্ডলের প্রথম শিকার রিশাদ

মারকুইনো মিন্ডলে পঞ্চম ওভারে রিশাদ হোসেনকে রোস্টন চেজের কঠিন ক্যাচ বানালেন। ওয়ানডে অভিষেকে এটি তার প্রথম উইকেট। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রিশাদ। ১১৫ রানে সাত উইকেট হারালো বাংলাদেশ। 

ব্যাটারদের ব্যর্থতার মিছিলে জাকেরও

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনবদ্য এক ইনিংস খেলা জাকের আলীও হাল ধরতে পারলেন না। গুডাকেশ মোটির শিকার হয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের ব্যাটার। ৯ বলে মাত্র ৩ রান করে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়ে তা নষ্টও করেছেন জাকের। দলীয় ১০৪ রানে ষষ্ঠ উইকেট হারালো সফরকারীরা।

একশতে পৌঁছে আফিফকে হারালো বাংলাদেশ

আগের তিন ওয়ানডেতে উইকেটখরায় ভোগা গুডাকেশ মোটি অবশেষে উদযাপন করলেন। ১৯তম ওভারের পঞ্চম বলে তার শিকার হলেন আফিফ হোসেন। দারুণ এক ইনিংসের আভাস দিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন তিনি। তারপরই বিদায় নিতে হলো শেরফানে রাদারফোর্ডের ক্যাচ হয়ে। দলীয় ১০০ রানে পাঁচ উইকেট হারালো বাংলাদেশ। ২৯ বলে চারটি চারে ২৪ রান করেন আফিফ।

৩৩ বলে ৪৬ রান করেন তানজিদ

চার রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তানজিদ

প্রথম পাওয়ার প্লের পরের ওভারেই বাংলাদেশ বড় ধাক্কা খেলো। ১১তম ওভারে জাস্টিন গ্রিভসকে টানা দুটি চার মেরে হাফ সেঞ্চুরির বেশ কাছে পৌঁছে যান তানজিদ হাসান তামিম। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে রোস্টন চেজের ক্যাচ হলেন বাংলাদেশের ওপেনার। আগের ম্যাচে ৬০ রান করার পর এবার ৪৬ রান করে আউট হলেন তিনি। ৩৩ বলে চারটি চার ও তিন ছয়ে সাজানো ছিল তার এই আক্ষেপে পোড়ানো ইনিংস। ৬৪ রানে চার উইকেট হারালো বাংলাদেশ।

সিলসের তৃতীয় শিকার মিরাজ, পাওয়ার প্লেতে ৫৫ রান বাংলাদেশের

পাওয়ার প্লেতে জেইডেন সিলসের আগুন বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডারে বিপর্যয় নেমেছে। সৌম্য সরকার ও লিটন দাসের পর মেহেদী হাসান মিরাজকেও প্যাভিলিয়নে ফেরালেন ওয়েস্ট ইন্ডিজ পেসার। একাই লড়ছেন তানজিদ হাসান তামিম। দশম ওভারের পঞ্চম বলে সিলসের বল ইনসাইড এজ হয়ে স্টাম্পে আঘাত করে। ৫ বলে ১ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ৫৪ রানে তিন উইকেট হারালো সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতেও হতাশ করলেন লিটন

লিটন দাস এবারও ব্যর্থ। প্রথম ওয়ানডেতে ২ রান করা বাংলাদেশের ব্যাটার এবার দুই রান বেশি করলেন। তানজিদ হাসান তামিমের সঙ্গে মাত্র ১৫ রানের জুটি গড়ে মাঠ ছাড়লেন তিনি। জেইডেন সিলসের বলে অষ্টম ওভারে এভিন লুইসের ক্যাচ হন লিটন। ১৯ বল খেলেও তেমন কোনও ছাপ রাখতে পারেননি তিনি। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। 

তৃতীয় ওভারে তানজিদের ১৮ রানের পর আউট সৌম্য

প্রথম তিন ওভারে ১৪ বলই খেললেন তানজিদ হাসান তামিম। প্রথম দুই ওভারে আসে ৮ রান। প্রথম বলেই মারকুইনো মিন্ডলেকে চার মেরে রানের খাতা খোলেন তানজিদ। তৃতীয় ওভারে দুই ছয় ও এক চারে ১৮ রান তোলেন। পরের ওভারের প্রথম বলে জেইডেন সিলস ফেরান সৌম্য সরকারকে। ৫ বলে ২ রান করে গুডাকেশ মোটির ক্যাচ হন তিনি। ২৬ রানে ভাঙলো উদ্বোধনী ‍জুটি।

গ্লোবাল ‍সুপার লিগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সৌম্য। ফাইনালে ৮৬ রানের ইনিংস খেলে ভিক্টোরিয়ার বিপক্ষে দলকে জেতান। চ্যাম্পিয়ন করার পথে সিরিজ সেরাও হন ১৮৮ রান করে। কিন্তু বাংলাদেশের জার্সিতে বিবর্ণ তিনি। প্রথম ম্যাচে মাত্র ১৯ রান করেন। এবার দুই অংকের ঘরেই যেতে পারলেন না।

টস হেরেছে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতলেও দ্বিতীয়টিতে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজদের সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে টস জিতে ২৯৪ রান সংগ্রহ করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মিরাজদের এই ম্যাচ জয়ের বিকল্প নেই।  

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের নেওয়ার কারণ হিসেবে প্রথম ম্যাচের কথার পুনরাবৃত্তি করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সেন্ট কিটসে সকালে উইকেট আর্দ্র থাকে। আর এটাই শুরুর দিকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। গত ম্যাচে রান তাড়ার সাফল্যের কথাও বলেছেন তিনি।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন উইকেট যথেষ্ট ভালো। গত ম্যাচের উইকেট ব্যবহৃত হচ্ছে। তিনি আশা করছেন, দলের স্পিনাররা ভালো সুযোগ পাবেন। টস হারলেও বড় স্কোর আশা করছেন তিনি। 

একাদশে কারা

ঘুরে দাঁড়াতে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। পেসার তাসকিন আহমেদকে বাইরে রেখে শরিফুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন একটি। অভিষেক হচ্ছে মারকুইনো মিন্ডলের। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রেভস, মারকুইনো মিন্ডলে, গুডাকেশ মোটি ও জেইডেন সিলস। 

/এফআইআর/এফএইচএম/
সম্পর্কিত
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে ‘ফ্লুক’ হিসেবে দেখছেন আলাউদ্দিন
নিজে কোনও কৃতিত্ব নিচ্ছেন না কোচ সালাউদ্দিন
কয়েক ধাপে ঢাকায় ফিরছেন লিটনরা
সর্বশেষ খবর
দুর্ঘটনার পর প্রাইভেটকারের মদ লুট: চালক গ্রেফতার
দুর্ঘটনার পর প্রাইভেটকারের মদ লুট: চালক গ্রেফতার
উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা
উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা
আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল প্রধানকে অপসারণ
আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল প্রধানকে অপসারণ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত