X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

বিসিসিআইয়ের কড়াকড়ি, ১২ বছর পর রঞ্জিতে কোহলি

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১১:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩২

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়াকড়িতে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ফিরতে শুরু করেছেন। সেই তালিকায় যুক্ত হয়েছে বিরাট কোহলির নাম। তাতে ভারতের প্রথম শ্রেণির ঘরোয়া শীর্ষ টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে ১২ বছর পর ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। 

কোহলিকে দিল্লির শেষ রাউন্ডের গ্রুপ পর্বের ম্যাচে দেখা যাবে। তাদের প্রতিপক্ষ রেলওয়ে। ম্যাচটা শুরু হবে ৩০ জানুয়ারি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। কোহলির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লির হেড কোচ শরণদীপ সিং। 

তার আগের রাউন্ডে অবশ্য কোহলির না থাকা ছিল নিশ্চিত।  যেটা শুরু হচ্ছে ২৩ জানুয়ারি। সৌরাষ্ট্রের বিপক্ষে দিল্লির সেই ম্যাচে থাকছেন ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। 

কোহলি বিসিসিআইকে আগেই জানিয়ে দিয়েছেন, ঘাড়ের ব্যথা থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি। সুস্থ হতে বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন দিন পর ৮ জানুয়ারি একটা ইঞ্জেকশনও নিয়েছেন। 

কোহলি আসন্ন ম্যাচ খেলতে না পারলেও বোর্ডের কড়াকড়িতে ২৩ জানুয়ারির ম্যাচে অন্যান্য খেলোয়াড়দের খেলতে দেখা যাবে। তাদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, শুবমান গিল ও যশ্বসী জয়সওয়াল। 

এটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি যে কোহলি ভারতের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্রধান অজিত আগারকারকে রঞ্জিতে খেলার ব্যাপারে কিছু জানিয়েছেন কিনা। রঞ্জির ম্যাচটি শেষ হবে ২ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি।  ফলে মাঝে তিনদিন সময় পাচ্ছেন তিনি।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার পরই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলটির লিডারশিপ গ্রুপের সঙ্গে এক ধরনের আলোচনার পর কড়াপদক্ষেপ নেওয়ার পথে হাঁটে বিসিসিআই। যার মধ্যে ছিল কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক! লিডারশিপ গ্রুপের মধ্যে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগারকার। 

 

/এফআইআর/    
সম্পর্কিত
ভারতের পেসারকে প্রাণনাশের হুমকি 
নিষেধাজ্ঞার পর এখন মুক্ত রাবাদা
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা
সর্বশেষ খবর
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার
তিন দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু
তিন দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু
বুধবার ভারতজুড়ে যুদ্ধকালীন ‘মক ড্রিল’
বুধবার ভারতজুড়ে যুদ্ধকালীন ‘মক ড্রিল’
অভিন্ন নিয়োগ বিধিমালা না করার অনুরোধ কর্মচারী অ্যাসোসিয়েশনের
অভিন্ন নিয়োগ বিধিমালা না করার অনুরোধ কর্মচারী অ্যাসোসিয়েশনের
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?