স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির জুটি ভাঙতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৪১৪ রানে প্রথম ইনিংসে অলআউট তারা। ২০৩ রানের লিড নিয়ে সফরকারীরা চেপে ধরে শ্রীলঙ্কাকে। গল টেস্টের তৃতীয় দিন লঙ্কানরা লিড নিলেও হার এড়ানোর জন্য যথেষ্ট নয়। ২ উইকেট হাতে রেখে ৫৪ রানে এগিয়ে স্বাগতিকরা।
দিনের শেষ ওভারের প্রথম বলে প্রবাথ জয়াসুরিয়াকে নিজের তৃতীয় শিকার বানান ম্যাথু কুনেমান। সঙ্গে সঙ্গে স্টাম্প ঘোষণা করেন আম্পায়ার। কুশল মেন্ডিস দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে। তিনি ৪৮ রানে অপরাজিত আছেন।
এর আগে মিডল অর্ডারে অ্যাঞ্জেলো ম্যাথুজ ৭৬ রান করে লড়াই চালিয়ে যান। ১৪৯ বলে ৪ চার ও ১ ছয়ের ইনিংস থামে নাথান লিয়নের বলে। ১২৮ রানে ৫ উইকেট হারানোর পর কুশলের সঙ্গে তার ৭০ রানের জুটিতে লিড নেওয়ার পথ তৈরি করে স্বাগতিকরা। ক্যারিয়ারের শেষ টেস্টে ১৪ রান করেন লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে।
কুনেমান ও লিয়নের বলে হাঁপিয়ে উঠেছিল লঙ্কান ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ চারটি উইকেট নেন কুনেমান। তিনটি পান লিয়ন।
৩ উইকেটে ৩৩০ রানে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আর ২০ রান যোগ করতে ভেঙে যায় স্মিথ ও ক্যারির ২৫৯ রানের শক্ত জুটি।
এরপর প্রবাথের দারুণ ঘূর্ণিতে ৬৪ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। তার সঙ্গে রমেশ মেন্ডিস যোগ দেন অজিদের থামিয়ে দেওয়ার মিশনে।
ক্যারি ১৮৮ বলে ১৫ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ১৫৬ রান করেন। ১৩১ রান আসে স্মিথের ব্যাটে। তাদের পরে কেবল বেউ ওয়েবস্টার (৩১) দুই অঙ্কের ঘরে পৌঁছান।
প্রবাথ ৩৮ ওভার বল করে ১৫১ রান দিয়ে ৫ উইকেট নেন। তিনটি পান নিশান পেইরিস। দুটি নেন রমেশ।