X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

জাতীয় দলের দায়িত্বে সারোয়ার ইমরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন হাশান তিলকারত্নে। গত মাসে লঙ্কান এই কোচ দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার স্থলাষিভিক্ত হলেন নারী অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে ফারুক আহমেদ বলেছেন, ‘তিলকারত্নে (হাশান) চলে যাওয়ার প্রেক্ষিতে জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আমরা ইমরানকে (সারোয়ার) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয় কোচদের নিয়ে সবসময়ই আলোচনা হয়। তারা জাতীয় দলে কোচিং করানোর সুযোগ পান না। নতুন বোর্ড আসার পর এই জায়গাতে কাজ করছেন তারা। পুরুষদের জাতীয় দলে প্রধান কোচ হিসেবে স্থানীয় কেউ নিয়োগ না পেলেও সহকারী কোচ হিসেবে কিছুদিন আগেই মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। এবার নারী দলে নিয়োগ দেওয়া হলো এক সময় পুরুষ দলে দায়িত্ব পালন করা সারোয়ার ইমরানকে।

স্থানীয় কোচ হিসেবে নারী দলে সারোয়ারকে নিয়োগ দেওয়ার ইস্যুতে ফারুক আহমেদ বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরেই জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয়দের জায়গা করে দেওয়ার ব্যাপারে কথা দিয়েছিলাম। নারী দলের প্রধান কোচ হিসেবে সারোয়ার ইমরানের নিয়োগ সেটিরই অংশ। আমার মনে হয় তাদের যদি আমরা দায়িত্বই না দেই তাহলে কীভাবে বুঝবো তারা ভালো করছেন কি না।’

১৯৮৪ সাল থেকে ক্রিকেট কোচিংয়ে আসেন সারোয়ার। ২০০০ সালে তার অধীনেই নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল পুরুষ জাতীয় দল। ২০০৩ সালে মহসিন কামালের চাকরিচ্যুতির পর অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলে সহকারী কিংবা প্রধান কোচ হিসেবেও পালাক্রমে দায়িত্ব পালন করেন বাংলাদেশের এই কোচ। এছাড়া বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতা আছে তার। সবশেষ মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নারী দলেরও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এবার যুক্ত হলেন বড়দের কোচিংয়ে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে, কার সঙ্গে?
বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা
চ্যাম্পিয়ন মোহামেডানকে হারালো শেলটেক
সর্বশেষ খবর
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
ধানমন্ডিতে চলছে হাল ফ্যাশন ঈদমেলা
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল