চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে খুব বেশি বাকি নেই। মূল দল চূড়ান্ত করার সময় ঘনিয়ে আসতেই দেখা গেলো চোট ধাক্কা খেয়েছে আফগানিন্তান। ছিটকে গেছেন রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর।
গজনফরের ছিটকে যাওয়া আফগানদের জন্য ধাক্কার সংবাদই। আরেক অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমানও দলে নেই। টুর্নামেন্টের আগে বামহাতি স্পিনার নানগায়াল খারোটেকে দলে নিয়েছে আফগানিস্তান। যার সর্বশেষ ওয়ানডে ছিল গত বছর বাংলাদেশের বিপক্ষে শারজায়।
আফগানিস্তান তাদের বিবৃতিতে জানিয়েছে, পিঠের চোটে ছিটকে গেছেন গজনফর। তিনি চোটগ্রস্ত হন জিম্বাবুয়ে সফরে। যার ফলে তাকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে চার মাস! এই সময়ে পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অপর প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগায়াল খারোটে, নুর আহমেদ, ফজলহক ফারুকী, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: বিলাল সামি।