X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টাইগারদের পঞ্চম উইকেটের পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৯:৩৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ২১:০৯

টাইগারদের পঞ্চম উইকেটের পতন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে টাইগাররা।

দ্বিতীয় ওভারে শেন ওয়াটসনের দ্বিতীয় বলে সহজ ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (১)। দলীয় সংগ্রহ তখন মাত্র ২ রান। এরপর ক্রিজে আসেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান। ১৭ বলে ১২ রান করে ফকনারের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। তার উইকেটটিও নেন ওয়াটসন। 

এরপর হাল ধরেন মিথুন ও সাকিব। ৪.১ ওভারে এ দুজন ৩৭ রান যোগ করেন। ৯.২ ওভারে জাম্পার বলে ওয়াটসনের হাতে ক্যাচ তুলেন মিথুন। আউট হওয়ার আগে ২২ বলে ২৩ রান করেছেন তিনি। 

এদিন বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। এই ম্যাচে তামিমকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। ফুড পয়জনিং এর কারণে অসুস্থতা এই ড্যাশিং ওপেনার। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তবে এদিন তামিম না খেললেও মাঠে নামছেন 'বিস্ময় বালক' মুস্তাফিজুর রহমান। 

টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই টাইগার এবং অসিদের। যে দলই হারবে তারাই সেমির দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়বে। ফলে এ ম্যাচে জিততে মরিয়া দুই দলই। এই ম্যাচের আগে আইসিসি দুই বাংলাদেশি বোলারকে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ করেছে। যে কারণে বাংলাদেশ এখন আহত বাঘের মতো বেদনায় ক্ষত-বিক্ষত। সুযোগ বুঝে তাই থাবার অপেক্ষায় তারা। অন্যদিকে এটা তাদের বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইও।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন সজিব।

অস্ট্রেলিয়া একাদশ: শেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?