২০১৪ সালে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছিলেন নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল। লম্বা সময় ধরে পদ আগলে রাখা এই দুইজন অবশেষে দায়িত্ব ছেড়েছেন। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনসহ ১৩ জনকে নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে থাকবেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ।
২০১৪ সালে কোয়াবের নেতৃত্বে আসেন নাঈমুর ও দেবব্রত। তবে তাদের মেয়াদে সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় থাকায় সমালোচনা হয়েছে বারবার। ২০১৯ সালে ক্রিকেটারদের আন্দোলনের অন্যতম দাবি ছিল কোয়াব পুনর্গঠন। রবিবার কোয়াব পুনর্গঠনের লক্ষ্যে বিশেষ সভার আয়োজন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। সেখানে ৬০-৭০ জন ক্রিকেটার অংশ নেন। বৈঠকে সাবেক ক্রিকেটারদের সঙ্গে ছিলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন ও মেহেদী হাসানের মতো তারকারাও।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নাঈমুরকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যেই কোয়াবের কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় গঠিত হয়েছে নতুন আহ্বায়ক কমিটি। সংগঠনের কাঠামো ঠিক করতে প্রথমে গঠনতন্ত্র সংশোধনের কাজ করবে আহ্বায়ক কমিটি।
আহ্বায়ক সেলিম শাহেদ বলেছেন, ‘গঠনতন্ত্রকে সঠিক কাঠামোর মধ্যে আনতে হবে। ভোটার তালিকারও কোনও গাইডলাইন নেই, সেটাও ঠিক করতে হবে। এ কাজে ৩-৬ মাস লাগতে পারে, তবে যত দ্রুত সম্ভব শেষ করতে চাই।’