X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দিল্লির মাঠে ঐতিহাসিক জয়ে শীর্ষে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ২৩:৫৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০০:০৯

বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়ার শতাধিক রানের জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি আইপিএলে প্রতিপক্ষের মাঠে অপ্রতিরোধ্য দলটিকে ঝড়ো ইনিংস খেলে ৯ বল বাকি থাকতে জেতালেন টিম ডেভিড। আইপিএলে প্রথম দল হিসেবে টানা ছয়টি অ্যাওয়ে ম্যাচ জিতে ইতিহাস গড়লো বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালসকে ফিরোজ শাহ কোটলার মাঠে ৬ উইকেটে হারিয়েছে তারা।

ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের দারুণ বোলিয়ে দিল্লিকে ৮ উইকেটে ১৬২ রানে থামায় বেঙ্গালুরু। তারপর চতুর্থ উইকেটে ক্রুনাল ও কোহলির জুটি। শেষ দিকে এই জুটি ভাঙার পর ডেভিড ঝড় তোলেন। তাতে ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে বেঙ্গালুরু।

দিল্লির ব্যাটারদের ব্যর্থতার দিনে ট্রিস্টান স্টাবস আলো ছড়ান। ১৮ বল ৫ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন তিনি। লোকেশ রাহুল সর্বোচ্চ ৪১ রান করলেও তার ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ ছিল না। ৩৯ বলের ইনিংসে ছিল ৩ চার। ওপেনিংয়ে অভিষেক পোরেল ১১ বলে দুটি করে চার ও ছয়ে দারুণ শুরু করলেও ইনিংস ২৮ রানের বেশি করতে পারেননি। ২২ রান করেন আরেক ওপেনার ফাফ ডু প্লেসি।

ভুবনেশ্বর সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট পান হ্যাজেলউড।

লক্ষ্যে নেমে চার ওভারে ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বেঙ্গালুরু। সেখান থেকে দলকে টেনে তোলেন কোহলি ও ক্রুনাল। দুজনে ৮৪ বলে ১১৯ রানের জুটি গড়েন। কোহলি লক্ষ্য থেকে ১৮ রান দূরে থাকতে আউট হন। ৪৭ বলে চারটি চারে ৫১ রান করেন তিনি। তারপর ডেভিড মাঠে নেমে আক্রমণাত্মক হয়ে ওঠেন। চলতি আইপিএলে ডেথ ওভারে সর্বোচ্চ ছক্কা মারা এই অস্ট্রেলিয়ান ১৯তম ওভারের প্রথম বলে ছয় হাঁকান। তারপর টানা তিনটি চার মেরে দলকে জেতান। ৫ বলে ৩ চার ও ১ ছয়ে ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৭ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭৩ রানে অপরাজিত ছিলেন ক্রুনাল।

১০ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো বেঙ্গালুুরু। গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস এক ধাপ করে নিচে নেমেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
পদপিষ্টে নিহতের ঘটনায় আরসিবির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার
পদপিষ্টে ১১ মৃত্যু: ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি
বেঙ্গালুরু পেলো শিরোপা, আর কে কী পেলেন?
সর্বশেষ খবর
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল