X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

দিল্লির মাঠে ঐতিহাসিক জয়ে শীর্ষে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ২৩:৫৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০০:০৯

বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়ার শতাধিক রানের জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি আইপিএলে প্রতিপক্ষের মাঠে অপ্রতিরোধ্য দলটিকে ঝড়ো ইনিংস খেলে ৯ বল বাকি থাকতে জেতালেন টিম ডেভিড। আইপিএলে প্রথম দল হিসেবে টানা ছয়টি অ্যাওয়ে ম্যাচ জিতে ইতিহাস গড়লো বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালসকে ফিরোজ শাহ কোটলার মাঠে ৬ উইকেটে হারিয়েছে তারা।

ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের দারুণ বোলিয়ে দিল্লিকে ৮ উইকেটে ১৬২ রানে থামায় বেঙ্গালুরু। তারপর চতুর্থ উইকেটে ক্রুনাল ও কোহলির জুটি। শেষ দিকে এই জুটি ভাঙার পর ডেভিড ঝড় তোলেন। তাতে ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে বেঙ্গালুরু।

দিল্লির ব্যাটারদের ব্যর্থতার দিনে ট্রিস্টান স্টাবস আলো ছড়ান। ১৮ বল ৫ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন তিনি। লোকেশ রাহুল সর্বোচ্চ ৪১ রান করলেও তার ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ ছিল না। ৩৯ বলের ইনিংসে ছিল ৩ চার। ওপেনিংয়ে অভিষেক পোরেল ১১ বলে দুটি করে চার ও ছয়ে দারুণ শুরু করলেও ইনিংস ২৮ রানের বেশি করতে পারেননি। ২২ রান করেন আরেক ওপেনার ফাফ ডু প্লেসি।

ভুবনেশ্বর সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট পান হ্যাজেলউড।

লক্ষ্যে নেমে চার ওভারে ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বেঙ্গালুরু। সেখান থেকে দলকে টেনে তোলেন কোহলি ও ক্রুনাল। দুজনে ৮৪ বলে ১১৯ রানের জুটি গড়েন। কোহলি লক্ষ্য থেকে ১৮ রান দূরে থাকতে আউট হন। ৪৭ বলে চারটি চারে ৫১ রান করেন তিনি। তারপর ডেভিড মাঠে নেমে আক্রমণাত্মক হয়ে ওঠেন। চলতি আইপিএলে ডেথ ওভারে সর্বোচ্চ ছক্কা মারা এই অস্ট্রেলিয়ান ১৯তম ওভারের প্রথম বলে ছয় হাঁকান। তারপর টানা তিনটি চার মেরে দলকে জেতান। ৫ বলে ৩ চার ও ১ ছয়ে ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৭ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭৩ রানে অপরাজিত ছিলেন ক্রুনাল।

১০ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো বেঙ্গালুুরু। গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস এক ধাপ করে নিচে নেমেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
লখনউকে হারিয়ে দুই নম্বরে পাঞ্জাব
শেষ বলে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা
গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব
সর্বশেষ খবর
হবিগঞ্জে গরুর খড় খাওয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১৫
হবিগঞ্জে গরুর খড় খাওয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১৫
নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপি এই অপরাধ করবেই: গয়েশ্বর
নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপি এই অপরাধ করবেই: গয়েশ্বর
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: সাক্ষ্য দিলেন বিচারক ও ৩ পুলিশ
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: সাক্ষ্য দিলেন বিচারক ও ৩ পুলিশ
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
মেছতা হলে কী করবেন?
মেছতা হলে কী করবেন?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়