ভারত-পাকিস্তান সংঘাতে জড়ালেও তার কোনও প্রভাব আইপিএলে পড়ছে না। কাড়ি কাড়ি টাকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আপাতত যথা নিয়মেই চলবে বলে জানা গেছে। এমনকি ধর্মশালায়; যেখানে ভারতের পাকিস্তানে হামলার পর পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানেও খেলা চলমান থাকছে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেই হবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। সেই লক্ষ্যে দুই দলই আজ অনুশীলনে নামবে। কাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। কারণ চলতি সংঘাত কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও কোনও নির্দেশনা দেয়নি। পাঞ্জাব কিংসের একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘বিসিসিআই ও আইপিএল কর্মকর্তাদের তরফ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে এই প্রসঙ্গে কোনও বার্তা আসেনি। আমরা সূচি অনুযায়ী আমাদের প্রস্তুতি নিচ্ছি।’
আইপিএল চেয়ারম্যান অরুন সিং ধুমাল এই ধর্মশালারই বাসিন্দা। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ধর্মশালায় ভ্রমণ করার কথা বৃহস্পতিবার। তারা পাঞ্জাবের মুখোমুখি হবে ১৯ মে। বুধবার সন্ধ্যায় সেখানে ব্ল্যাকআউটের মহড়ার পরিকল্পনা থাকলেও মাঠের অন্যান্য পরিস্থিতিতে সেটা কোনও প্রভাব ফেলছে না। আরেক ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তাও বলেছেন, ‘বোর্ড থেকে এখনও এই বিষয়ে কোনও বার্তা পাইনি।’
বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসকে আতিথ্য দেবে। কেকেআর ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা জানিয়েছেন, এই ম্যাচেও কোনও ধরনের পরিবর্তন আসছে না।