X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে কোনোরকম ক্রিকেট নয়: গম্ভীর

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ১৭:৫৬আপডেট : ০৭ মে ২০২৫, ১৮:০৩

ভারতের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের সমাধান না হওয়া পর্যন্ত কোনও ক্ষেত্রেই দুই দেশের মধ্যে কোনও সম্পর্ক রাখা ঠিক হবে না মনে করেন সাবেক এই ওপেনার।

পাকিস্তানের সমালোচনার পাশাপাশি গম্ভীর বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও সম্পর্ক রাখার প্রয়োজন নেই। ওরা যতদিন সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করছে, ততদিন দুই দেশের মধ্যে সবকিছুই বন্ধ থাকুক। আগেও একথা বলেছি। ক্রিকেট, বলিউড বা অন্য কোনও কিছুই ভারতীয় সেনা বা সাধারণ মানুষের প্রাণের থেকে গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ পরে হতে পারে, সিনেমা পরে তৈরি করা যেতে পারে, গায়করাও পরে পারফর্ম করতে পারবেন। কিন্তু প্রিয়জনকে হারানোর ক্ষতিপূরণ হয় না।’

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না বহু বছর। দুই ক্রিকেট দলের দেখা হয় বৈশ্বিক ইভেন্টে। সেটাও হওয়া উচিত নয় বললেন গম্ভীর, ‘ওদের সঙ্গে কোনোরকম ক্রিকেট নয়। ওদের সঙ্গে কোনও সম্পর্কের দরকার আমাদের নেই। আইসিসির কোনও ইভেন্টেও ভারতের আর পাকিস্তানের সঙ্গে খেলার প্রয়োজন নেই। ওদের যে কোনও জায়গা থেকে বয়কট করতে হবে।’

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মাঝে নতুন করে বৈরিতা ছড়িয়েছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। সিন্ধু চুক্তি বাতিল, ভারত-পাকিস্তানের আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধসহ দুই দেশে কূটনৈতিক নিয়োগও সীমিত করা হয়েছে।

সবশেষ মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। গণমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলায় দুই দেশের শতাধিক হতাহত হয়েছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে