ওয়াংখেড়েতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে শেষ বলে নাটকীয় হার দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র চার জনকে ফিল্ডিংয়ে রাখতে হয়েছে তাদেরকে। তারপর ম্যাচ শেষে জরিমানাও গুনতে হয়েছে।
চলতি আইপিএলে মুম্বাই দ্বিতীয়বার মন্থর ওভার রেটের দায়ে শাস্তি পেলো। তাই এবার একটু বেশি জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। সঙ্গে প্রথম একাদশ এবং কনকাশন সাব ও ইম্প্যাক্ট খেলোয়াড়কেও শাস্তি পেতে হয়েছে।
হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আর বাকিদের ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থাৎ ৬ লাখ জরিমানা দিতে হচ্ছে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ ওভারে ১৫ রান লাগতো গুজরাটের। ১৮ ওভার শেষে স্কোরবোর্ডে ১৩২ রান ছিল, বৃষ্টি আইনে ১৯ ওভারে লক্ষ্য নির্ধারণ হয় ১৪৭ রানের। শেষ বলে তারা জিতে যায় ম্যাচ।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই মৌসুমে মুম্বাইয়ের জন্য দ্বিতীয়বারের মতো মন্থর ওভাররেটের ঘটনা ঘটলো। তাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।’
এছাড়া গুজরাটের কোচ আশিষ নেহরাকেও জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বৃষ্টিভেজা ম্যাচটি পুনরায় শুরু করার জন্য আম্পায়ারকে জোরাজুরি করতে থাকেন তিনি। একটা সময় আম্পায়ারের সঙ্গে ক্ষুব্ধ আচরণ করলে আইপিএলের আচরণবিধির ২.২০ ধারার লঙ্ঘন করেন নেহরা। ক্রিকেটের চেতনাপরিপন্থী কাজ করে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন গুজরাটের প্রধান কোচ।