নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে চার উইকেটের সান্ত্বনার জয় পেয়েছে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে এদিন দল হারলেও ঝলক দেখান নাসমু আহমেদ।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারার পর নিউজিল্যান্ড অবশেষে লড়াকু পারফরম্যান্স করলো, বিশেষ করে তাদের বোলাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ৪৭.৩ ওভারে ২২৭ রানে অলআউট হয়।
বাংলাদেশ ‘এ’ দল আরও আগেই অলআউট হতে পারতো। ১৪৬ রানে সাত উইকেট হারায় তারা। কিন্তু তাদের আট নম্বর ব্যাটার নাসুম ৯৬ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। নাঈম হাসান (১০) ও ইবাদত হোসেনের (অপরাজিত ১২) সঙ্গে যথাক্রমে অষ্টম ও দশম উইকেটে ৩৪ ও ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। ইয়াসির আলী ৬৩ রান করে অবদান রাখেন।
নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে আদি অশোক ৪৪ রানে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান বেন লিস্টার, জেইডেন লেনক্স ও ডিন ফক্সক্রফট।
লক্ষ্যে নেমে সফরকারীরা উড়ন্ত সূচনা করে। রাইস মারিউ (৩৩) ও ডেল ফিলিপস (৩৪) গড়েন ৭৭ রানের জুটি। নাসুম, নাঈম ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলকে চেপে ধরেন। একটা সময় তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৬ রান। কিন্তু সপ্তম উইকেটে ডিন ফক্সক্রফট (৩৬*) ও জ্যাক ফোকেসের (২৮*) ৬৫ রানের জুটিতে ১০ বল হাতে রেখে জিতে যায় সফরকারীরা।
স্বাগতিকরা প্রথম দুই ম্যাচ জিতেছিল ৭ উইকেট ও ৮৭ রানে।
দুই দল এবার মুখোমুখি হবে দুটি চার দিনের ম্যাচের সিরিজে। ১৪ মে সিলেটে এবং ২১ মে মিরপুরে হবে এই ম্যাচগুলো।