X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, ১৯:০৭আপডেট : ১১ মে ২০২৫, ১৯:১৮

নারীদের ইমার্জিং ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে স্বর্ণা আক্তারের অলরাউন্ড নৈপুণ্যে ১৪ রানে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো তারা।

চট্টগ্রামে আগে ব্যাটিং করে ৯ রানের মধ্যে দিলারা আক্তার (১) ও শারমিন সুলতানা (৫) বিদায় নেন। সুমাইয়া আক্তারকে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন ইশমা তানজিম।

৩৮ রান করে সুমাইয়া থামেন। ৮৩ বলে ইনিংস সেরা ৫৭ রান করে আউট হন ইশমা।  এই ওপেনারের বিদায়ের পর রুবাইয়া হায়দার ও আফিয়া আশিমা ৬৮ রানের জুটি গড়েন।

রুবাইয়া (৩৪) আউট হওয়ার পর স্বর্ণাকে নিয়ে ৬১ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটিতে স্কোর আড়াইশতে নেন আফিয়া। তিনি ৪৪ রানে শেষ ওভারে আউট হন। ফারজানা ইয়াসমিন ও সাকিবুন নাহার দ্রুত বিদায় নিলেও ৪১ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। ৩০ বলের ইনিংসে তিনি ৭ চার মারেন।

৮ উইকেটে ২৫৩ রান করে বাংলাদেশ।

২৫৪ রানের লক্ষ্য দিয়ে স্বস্তিতে ছিল না বাংলাদেশ। নিকোল ডি ক্লার্ক ও সিমোনে লরেন্সের ৯৭ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে শক্ত অবস্থানে নেয়। ডি ক্লার্ক ৪২ রানে ইশমার শিকার হন। স্বর্ণা প্রথম আঘাতে ফেরান গান্ধি জাফতাকে। 

হাফ সেঞ্চুরি করা লরেন্স ৬৮ রানে ফারজানা ইয়াসমিনের শিকার হন। পরে ডেলমি টাকার ও লুইয়ান্দা এনজুজা মাঠ ছাড়েন। ১৫০ রানের মধ্যে পঞ্চম উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

তবে ফায়ে টুনিক্লিফ ও এলিজ মারি মার্ক্স ৭৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশকে চোখ রাঙান। ৫৫ রানে স্বর্ণা টুনিক্লিফকে ফিরতি ক্যাচে ফেরান। এরপর দ্রুত বাকি তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২৩৯ রানে অলআউট হয় তারা ৪৪ ওভারে।

স্বর্ণা ১০ ওভারে ৪১ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি পান সাবিকুন নাহার জেসমিন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
টেস্ট থেকে অবসরে কোহলি
টেস্ট থেকে অবসরে কোহলি
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো