X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

লিটনের কাছে ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ নয়, ফলই আসল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ২১:০০আপডেট : ১২ মে ২০২৫, ২১:৪৫

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হওয়ার পর সোমবার প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ খেলতে যাওয়ার আগে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বলেন, টি-টোয়েন্টি দলে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলা হচ্ছে সেটির তুলনায় তার লক্ষ্য হবে মূলত ফলাফল।

গত সপ্তাহেই লিটনকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে বিসিবি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান মিলিয়ে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ ৭টি টি-টোয়েন্টি খেলবে। মূলত নাজুমল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। শান্ত এই পদ ছেড়েছেন বছরের শুরুতে। 

শান্তর অনুপস্থিতিতে লিটনের অধীনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ডিসেম্বরে বাংলাদেশ ৩-০-তে সিরিজ জিতেছে। লিটন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে দলের সবার সঙ্গে সুস্পষ্ট যোগাযোগকে গুরুত্ব দিচ্ছেন, ‘আমি আসলে এখন নির্দিষ্ট ব্র্যান্ড অব ক্রিকেট নিয়ে কথা বলবো না। আমাদের হয়তো কিছু ম্যাচে ১৮০-২০০ রান তাড়া করতে হতে পারে। আবার অন্য ম্যাচে ১৪০-১৪৫ রানও তাড়া করা লাগতে পারে। মূল লক্ষ্যই হবে আমাদের ম্যাচ জয়। একজন ব্যাটারের এক ম্যাচে ২০ বলে ৪০ রান করা লাগতে পারে। পরের ম্যাচে ২০ বলে ১৫। আমি সবারই ভূমিকা চাই একটি ম্যাচে। একজন খেলোয়াড়ের বোঝা উচিত তার কাছ থেকে দল কী চায়। আমার মনে হয় একজন খেলোয়াড়ের ব্র্যান্ড অব ক্রিকেটের চেয়ে কীভাবে ম্যাচ জেতা লাগে সেটা জানা জরুরি।’

‘বাংলাদেশ দলের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পারফরম্যান্সের বিকল্প নেই। তাদের নির্ধারিত ভূমিকা পালন করতে হবে। আমার সেক্ষেত্রে বিসিবির চেয়ে তাদের সঙ্গেই পরিষ্কারভাবে যোগাযোগটা করতে হবে। তাই যত সময় পাবো, দলীয় ব্যাপারে তত বেশি সম্পৃক্ত হবো’- যোগ করেন তিনি।

লিটন এই বছর খেলার সুযোগই পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। তারপর পাকিস্তান সুপার লিগে খেলতে গেলেও আঙুলের ইনজুরিতে টুর্নামেন্টেই আর খেলতে পারেননি। 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার সময় ফর্মহীনতায় থাকলেও তারপর থেকে ফর্মে ফেরা শুরু করেছেন লিটন। বিপিএলে ৩৬.৮০ গড়ে তুলেছেন ৩৬৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৪৩.১৯। সেটা টেনে নিয়ে যান ঢাকা প্রিমিয়ার লিগেও। গুলশানের হয়ে দুটি হাফসেঞ্চুরিও করেছেন। লিটন বলেছেন, ফর্মে ফেরার চেষ্টা করবেন তিনি। সেটা করতে পারলে দলকেও সাহায্য করতে পারবেন, ‘সবশেষ মনে হয় ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছি। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করছিলাম, ব্যাটে রান হচ্ছিল না। এরপর বিপিএল, ডিপিএলে চেষ্টা করেছি। ক্রিকেটার হিসেবে এটুকুই বলতে পারি, যেকোনও ক্রিকেটার সর্বোচ্চ চেষ্টাই করতে পারেন। কিছু কিছু সময় থাকে অনেক চেষ্টা করেও হয়তো ফল পায় না। অন্যদিকে এমনও হয়, কোনও ক্রিকেটার এক-দুইটা সিরিজ খারাপ খেলে, আবার কামব্যাক করে। আমিও সেই চেষ্টাই করবো। বিশেষ করে আমার যে খেলার ধরন, আমি যে ধরনের ক্রিকেট খেলি, আমি পারফর্ম করলে বাংলাদেশ দলেরও সাহায্য হবে।’

এ সময় অধিনায়কত্ব নিয়েও মন্তব্য করেন লিটন। তিনি বিশ্বাস করেন লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়া অধিনায়কের জন্য আদর্শ ব্যাপার, ‘লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়া আসলেই ইতিবাচক বিষয়। তাহলে অনেক কিছু পরিষ্কারভাবে চিন্তা করা যায়। আমাকে আমার মতো করে দল গোছাতে হবে। আমাদের যে খেলোয়াড় আছে, একসঙ্গে আমরা ভালো কিছু করতে পারবো।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার, এশিয়া কাপ 
মাহিদুল-সোহানের জোড়া সেঞ্চুরিতে সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ