চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ইমার্জিং দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। আগে ব্যাট করে বাংলাদেশ ৩০৮ রান করেছিল প্রথম ইনিংসে। তারপর তারা দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে অলআউট করে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ব্যাটিংয়ে বিপাকে পড়লেও ম্যাচটি অমীমাংসিত থেকেছে।
শুক্রবার চতুর্থ দিনে ২ উইকেটে ৫ রানে খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় ৮ রানে শাহাদাত হোসেন দিপু মাত্র ২ রানে থামেন।
আইচ মোল্লা ও আরিফুল ইসলামের জুটিও বড় হয়নি। ২৪ রানে তারা বিচ্ছিন্ন হন। আইচ ১১ রানে আউট হন। দলের ৪১ রানে পাঁচ নম্বর উইকেট হারায় বাংলাদেশ।
আরিফুল ১৪ রানে ফেরার পর প্রীতম কুমার ও মইন খান প্রতিরোধ গড়েন। তাদের ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্কোরবোর্ডে ৮৩ রান যোগ হওয়ার পর দুই দল ড্র মেনে নেয়।
আগামী ২৭ মে মিরপুরে দ্বিতীয় চার দিনের ম্যাচ হবে।