আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচ ও প্লে-অফের আগে সুখবরই পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাঁধের ইনজুরিতে বসে থাকা পেসার জশ হ্যাজলউড ফিরেছেন দলে।
চলতি মৌসুমে বেঙ্গালুরুর সর্বোচ্চ উইকেট শিকারি হ্যাজলউড মাত্র ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন। ২৭ এপ্রিলের পর আর খেলেননি তিনি। ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল সাময়িক স্থগিত হলে তখন অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। সেখানে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অংশ হিসেবে ব্রিসবেনে পুনর্বাসন চালিয়ে গেছেন। সেখানকার সেশনগুলো ভালো মতো উতড়ে যাওয়ায় অবশেষে ভারতে ফিরেছেন তিনি।
বেঙ্গালুরু এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। কিন্তু শুক্রবার হাইস্কোরিং ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাজয়ে ধাক্কা খেয়েছে তারা। যা তাদের শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় আঘাত করেছে। যদিও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তাই শেষ ম্যাচে হ্যাজলউডের ফেরা বাড়তি প্রেরণা হিসেবে কাজে দেবে