X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মূল দলে ফিরতে প্রস্তুত এমিলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৬:৪৩আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২০:১২

মূল দলে ফিরতে প্রস্তুতি এমিলি (ছবি-রায়হান মাহমুদ) ভুটানের বিপক্ষে এশিয়া কাপ প্লে-অফ-২ এর হোম ম্যাচে গোল করার ব্যর্থতা ছিল বাংলাদেশের ফরোয়ার্ডদের। তবে অ্যাওয়ে ম্যাচ আসন্ন থাকায় আগের ভুলগুলো মুছে সামনের দিকে তাকাতে চান অভিজ্ঞ ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি।

প্রায় দশ মাস পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন তিনি। কারণ ইনজুরিতে ছয় মাস মাঠের বাইরে ছিলেন। অবশেষে পুরোপুরি ফিট হয়ে ডাক পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে। তাই তার চোখে-মুখে ছিল আত্মবিশ্বাসের ঝলক। নিজের যোগ্যতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘ভুটানের বিপক্ষে আমাদের ভয়ের কিছু নেই। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই হলো, তবে ঢাকার ম্যাচে আমাদের জয় থাকলে এখন আর কোনও চিন্তাই থাকতো না। ঐ ম্যাচটিতে আমাদের বেশ কয়েক গোলে জেতা উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি।’

জাতীয় দলে এবার যেন ছিল ফরোয়ার্ডদের এক অঘোষিত প্রতিযোগিতা। প্রাথমিক দলে যেমন আছেন এমিলি, শাখাওয়াত রনির মতো অভিজ্ঞ নাম। তেমনি নবীন ইব্রাহিম, রুবেল মিয়া ও একদম আনকোরা সাদ নিপুর মতো ফরোয়ার্ড। এ প্রসঙ্গে বলতে গিয়ে এমিলি আরও বলেছেন, `এটি দলের জন্য ভালো হবে কারণ যেই ক্যাম্পে জাতীয় কোচের সামনে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে সেই মূল দলে সুযোগ পাবে। বাংলাদেশের সামনে কঠিন ম্যাচ, এখানে কোনও কিছুকে হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। আমি আমার ব্যাপারে বলতে পারি যে আমার অভিজ্ঞতা আছে আর এখন আমি পুরোপুরি ফিট। তাই আমার বিশ্বাস আমি কোচকে সন্তষ্ট করতে পারবো।’

খেলোযাড়দের রিপোর্ট করার সময় ছিল দুপুর বারোটায় আর প্রথম প্র্যাকটিস সেশন ছিল বিকাল সাড়ে চারটায়। যেখানে ৩৩ জনের মাঝে ১৩ জনই ছিলেন অনুপস্থিত। কারণ সিলেটে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ আজ রাতে। আর চট্টগ্রাম আবাহনীর আটজন খেলোয়াড় রয়েছেন প্রাথমিক দলে। এছাড়া সিলেট থেকে সকালে ঢাকা রওয়ানা দিয়েছেন আরও কয়েকজন খেলোয়াড়।

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর থিম্পুতে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরআগে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হোম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে আগামী ৭ অক্টোবর ভুটান যাত্রা করবে বাংলাদেশ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা