X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা তিনে রোনালদো ও মেসির সঙ্গে গ্রিজমান

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ২০:০৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২০:৪৮

রোনালদো, গ্রিজমান ও মেসি

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত ২৩ জনের তালিকা কাটছাট করে তিন জনের করা হলো। সেখানে প্রত্যাশিতভাবে আছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন উঠতি তারকা আন্তোয়ান গ্রিজমান।
শুক্রবার ফিফার বর্ষসেরা কোচ ও পুসকাস অ্যাওয়ার্ডের সেরা তিনজনের নাম ঘোষণার পর বহুল আকাঙ্ক্ষিত বর্ষসেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে ফিফা। সেখানে জায়গা হয়েছে লা লিগার তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার তিন তারকার।

আগামী ৯ জানুয়ারি জুরিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দলের কোচ ও অধিনায়কের সঙ্গে ফিফার নির্বাচিত সাংবাদিকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। ২০০৯ সালের পর আবার ফিফা আলাদাভাবে এই পুরস্কার দেবে। গত ৬ বছর ধরে তারা ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হয়ে ফিফা ব্যালন ডি’র দিয়েছে। এর আগে ২০০৮ সালে রোনালদো ও পরের বছর মেসি ফিফার বর্ষসেরা হন। এরপর থেকে মেসি ফিফা ব্যালন ডি’অর জিতেছেন চারবার, আর এই পুরস্কার দুইবার উঠেছে রোনালদোর হাতে।

২৩ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে রোনালদোকে সেরা তিনে দেখা অনেকটাই প্রত্যাশিত। উপমহাদেশীয় প্রতিযোগিতায় অসাধারণ বছর পার করেছেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় ও রিয়ালে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন ৩১ বছর বয়সী, ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ছয় সপ্তাহ পর দেশকে নেতৃত্ব দিয়ে প্রথম বড় ট্রফিটি হাতে নেন পর্তুগালের এই উইঙ্গার। ইউরো জয়ে তিন গোল করে দলকে সামনে থেকে এগিয়ে নেন রোনালদো। যদিও ফাইনালে মাত্র ২৫ মিনিট স্থায়ী হয় তার খেলা। ইনজুরিতে মাঠের বাইরে চলে যান, তারপরও কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে সাইডলাইনে থেকে সতীর্থদের নির্দেশনা দিয়ে গেছেন।

রোনালদোর নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাতলেতিকোর ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজমানও ইউরোতে ছিলেন সবচেয়ে উজ্জ্বল। দেশের মাটিতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ফ্রান্সকে ফাইনালে নিতে সবচেয়ে বেশি ৬ গোল করেন এই তারকা। রোনালদোর পর্তুগালের কাছে না হারলে ইউরোটা শুধু তারই হতে পারত। এই ফরাসি তারকা ২০১৫-১৬ মৌসুম শেষ করেন তার ক্লাবের জার্সিতে সর্বোচ্চ গোল করে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেই রোনালদোর কাছেই শিরোপা হারের আক্ষেপে পুড়তে হয় গ্রিজমানকে।

আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা মেসি কম যাননি। চমৎকার একটি বছর কাটিয়েছেন তিনিও। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের রোনালদোর অর্জনে ঢাকা পড়তে হয় তাকে। এই ২৯ বছর বয়সী ফরোয়ার্ড বার্সাকে দ্বিমুকুট (লা লিগা ও কাপ) জেতান। লিগ শিরোপার দৌড়ে করেন ২৬ গোল। তবে কোপা আমেরিকা ফাইনালে আবারও ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। আর্জেন্টিনা কোপার শতবার্ষিকীর ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হেরে যায়। দেশকে বড় কোনও শিরোপা এনে দিতে না পারার ব্যর্থতাই এবার বর্ষসেরার দৌড়ে তাকে কিছুটা পিছিয়ে রাখছে।

তবে শেষ দিন পর্যন্ত ভোট কাকে এগিয়ে রাখবে বলা যায় না। হয়তো মেসি-রোনালদোর বর্ষসেরা হওয়ার বৃত্ত ভেঙে গ্রিজমান দেখাবেন চমক।

একই দিন মেয়েদের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে; যেখানে লড়বেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের মেলানি বেহরিঙ্গার, যুক্তরাষ্ট্র ও হাউস্টন ড্যাশের কার্লি লয়েড এবং ব্রাজিল ও রোসেনগার্দের মার্তা।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা