X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রামোসের হেডে হৃদয়ে রক্তক্ষরণ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ২৩:০৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৪১

  উড়ন্ত রামোসের এই হেডটাতেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার বিপক্ষে লড়াইটা রিয়াল মাদ্রিদের কাছে মর্যাদার দিক থেকে সব কিছুকে ছাড়িয়ে। এল ক্লাসিকোর সেই মহারণে রামোসের হেডে জয়ের স্বপ্ন দূর দিগন্তে মিলিয়ে গেল বার্সেলোনার। ন্যু ক্যাম্পের উৎসবের রং বেদনার নীলে বদলে গেল ১-১ গোলের ড্রয়ে।

আবার সেই সের্হিয়ো রামোস। বড় ম্যাচ হলেই কেন জানি ডিফেন্ডার রামোস হয়ে উঠেন গোল স্কোরার। ২০১৪ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছ থেকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ছিনিয়েই নিয়েছিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার শেষ মুহূর্তে গোল করে। এবার শিরোপা জেতার ম্যাচ না হলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে লড়াইটা রিয়াল মাদ্রিদের কাছে মর্যাদার দিক থেকে সব কিছুকে ছাড়িয়ে। এল ক্লাসিকোর সেই মহারণে রামোসের মাথার ধাক্কায় (হেডে) জয়ের স্বপ্ন দূর দিগন্তে মিলিয়ে গেল বার্সেলোনার। ন্যু ক্যাম্পের উৎসবের রং বেদনার নীলে বদলে গেল ১-১ গোলের ড্রয়ে।

প্রথমবার লিওনেল মেসির নেতৃত্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা মুখোমুখি লড়াইয়ে নামল। আন্দ্রেস ইনিয়েস্তা ছিলেন না, মাঝমাঠ সামলাতে তার জায়গায় কোচ এনরিকের নামিয়েছিলেন আন্দ্রে গোমেসকে। টানটান উত্তেজনার এই লড়াইয়ে শুরুতেই বার্সা ভক্তদের মনে ভয় ধরে দেয় লুকাস ভাসকেসকে ডি বক্সে হাভিয়ের মাসচেরানো ফাউল করলে। কিন্তু রেফারি কার্লোস গোমেস সেটা আমলে নেননি। পরের আক্রমণ এসেছে স্বাগতিকদের কাছ থেকে। নেইমার ৯ মিনিটে ডি বক্সের মধ্যে ঢুকে ক্রস দেন সের্হি রবের্তোকে, কিন্তু তার শট বুক দিয়ে প্রতিহত করেন সের্হিয়ো রামোস। ১৬ মিনিটে ডি বক্সের মধ্যে ঢুকলেন ক্রিস্তিয়ানো রোনালদো, কিন্তু তার ফ্লিক সহজে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। দুই মিনিট পর মেসি পেলেন ফ্রি কিক, বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের শট গোলপোস্টের কোনাকুনি বরাবর সহজে গ্লাভসবন্দি করেন রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস।

২০ মিনিটে নেইমারের ক্রস থেকে লুইস সুয়ারেজের দুর্বল শট প্রতিহত হয়। পরের মিনিটে করিম বেনজিমাকে হতাশ হতে হয়। সুযোগ নষ্টের ম্যাচে ২৮ মিনিটে হলুদ কার্ড দেখতে হয় নেইমারকে, পরের লা লিগা ম্যাচে এ জন্য খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বক্সের বাইরে থেকে ৩১ মিনিটে মার্সেলোর ডান পায়ের শট গোলমুখের দিকে এগোতে পারেনি। শেষ ১০ মিনিটে রিয়াল কয়েকটি সুযোগ পেয়েছিল। ৩৭ মিনিটে ডি বক্সের মাঝ থেকে রোনালদোর মাটি কামড়ানো শট রুখে দিতে খুব বেশি বেগ পেতে হয়নি টের স্টেগেনকে। ৪০ মিনিটে জোর্দি আলবার শট রিয়ালের বক্সে থাকা কারভাহালের বুক ও হাতে লাগলে বার্সার করা হ্যান্ডবলের আবেদন প্রত্যাখ্যান করেন রেফারি। বিরতির মিনিট খানেক আগে বাঁ প্রান্ত থেকে নেওয়া বেনজিমার শট কোনোভাবে পা দিয়ে মাঠের বাইরে পাঠান জেরার্দ পিকে। ইসকোর ক্রস থেকে রাফায়েল ভারানের হেডটি যথেষ্ট গতি পায়নি বলে বিরতির আগে রিয়ালের শেষ চেষ্টা সফল হয়নি। 

গোল করে মেসির সঙ্গে সুয়ারেসের উদযাপন বিরতি থেকে ফিরে ম্যাচের দৃশ্য উল্টো হয়ে যায়। রিয়ালকে পেছনে ফেলে সুযোগের পর সুযোগ তৈরি করে বার্সা। অবশেষে সফল হয় স্বাগতিকরা সফল হয় ৫২ মিনিটে। ন্যু ক্যাম্পে উৎসবের ঢেউ তোলেন লুই সুয়ারেস কাতালানদের এগিয়ে নিয়ে। নেইমারের ফ্রি কিক থেকে ডি বক্সের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে থাকা উরুগুয়ান স্ট্রাইকারের হেডে করেন লক্ষ্যভেদ। এরপর কয়েক মিনিটের মধ্যে নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা ও মেসি সহজ সুযোগ নষ্ট করলে বার্সার আত্মবিশ্বাসে ভাঙন ধরে। বাঁ প্রান্ত থেকে নেইমারের শট গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়। ৬৮ মিনিটে ইনিয়েস্তার শট পা দিয়ে কোনোভাবে মাঠের বাইরে বল পাঠান কারভাহাল। মিনিট চারেক পর মেসির সঙ্গে ওয়ান টু ওয়ানে নেইমারের ডানপ্রান্ত থেকে সুযোগ নেন, কিন্তু ভারান রুখে দেন তার ওই প্রচেষ্টাকে। ৮১ মিনিটে ইনিয়েস্তার পাস থেকে মেসি একটু তাড়াহুড়ো করে শট নিতে গেলে সুযোগ নষ্ট হয়। বার্সার সুযোগ নষ্টের দিনে ৮৮ মিনিটে গোলমুখের সামনে রোনালদোর একটি হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে রিয়ালের হতাশা বাড়ে। কিন্তু তাদের আনন্দক্ষণ বেশি দূর ছিল না, ৯০ মিনিটে লুকা মডরিচের ফ্রি কিক থেকে সের্হিয়ো রামোসের হেড বার্সার জালে জড়ালে স্তব্ধতা নেমে আসে ন্যু ক্যাম্পে।

এই ড্রয়ে ১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে তাই থাকল আগের মতোই ৬ পয়েন্টের ব্যবধান।

/এফএইচএম/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড