X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রিয়াল-ডর্টমুন্ডের ‘ফাইনাল’

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২

অনুশীলনে রোনালদো দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হবে তাদের মুখোমুখি লড়াইয়ে। ডর্টমুন্ড না হারলেই নিশ্চিত করবে শেষ ষোলো। বিপরীতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে জয় ছাড়া কোনও পথ খোলা নেই রিয়ালের সামনে।

গ্রুপ পর্বের লড়াই শেষ হয়নি এখনও, ফাইনাল তাই দূরের বাতিঘর। অথচ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিকে কিনা জিনেদিন জিদান বলছেন ‘ফাইনাল’! রিয়াল মাদ্রিদ কোচের কথায় যুক্তিও আছে, সান্তিয়াগো বার্নাব্যুর আজ রাতের (বুধবার দিবাগত রাত) এই ম্যাচের ফলেই যে নির্ধারণ হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন।

বার্নাব্যুর লড়াইয়ে আগে অবশ্য এগিয়ে আছে ডর্টমুন্ড। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে তারা ‘এ’ গ্রুপের শীর্ষে। ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রিয়াল। দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হবে তাদের মুখোমুখি লড়াইয়ে। ডর্টমুন্ড না হারলেই নিশ্চিত করবে শেষ ষোলো। বিপরীতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে জয় ছাড়া কোনও পথ খোলা নেই রিয়ালের সামনে।

গ্রুপ পর্বের তাদের প্রথম লেগে সিগনাল ইডুনা পার্ক থেকে রিয়াল ফিরেছিল ২-২ গোলের ড্র করে। দুইবার পিছিয়ে পড়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল ডর্টমুন্ড। চলতি মৌসুমে তাই একই জায়গা থেকে নামতে যাচ্ছে তারা বার্নাব্যুতে। যেখানে উত্তেজনাকর এক ম্যাচই অপেক্ষা করছে ফুটবল বিশ্বের জন্য। রিয়াল যেমন জিতে চ্যাম্পিয়ন হয়ে যেতে চাইবে পরের রাউন্ডে, তেমনি এগিয়ে থাকা ডর্টমুন্ড সুযোগটা নষ্ট করতে চাইবে না কিছুতেই। গুরত্বপূর্ণ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের বেলুন উড়ছে রিয়ালের। ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারতে বসা ম্যাচ ড্র করে নামতে যাচ্ছে তারা চ্যাম্পিয়নস লিগে।

‘এইচ’ গ্রুপ থেকে জুভেন্টাস নিশ্চিত করেছে পরের রাউন্ড। বুধবার রাতে চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ঘরের মাঠে নামবে তারা ডিনামো জাগরেবের বিপক্ষে। এই গ্রুপে লড়াইটা হবে তাই সেভিয়া-অলিম্পিক লিওঁর মধ্যে। ১০ পয়েন্ট নিয়ে সেভিয়া এগিয়ে থাকলেও ৩ পয়েন্ট পিছিয়ে থাকা লিওঁর সুযোগও আছে যদি স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারাতে পারে বড় ব্যবধানে। মার্কা

/কেআর/

  • রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে সরাসরি দেখা যাবে টেন টু চ্যানেলে।
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা