X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মেসির ফ্রি কিকে জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০১:০২

গোলের পর নেইমারের সঙ্গে মেসির উদযাপন অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ৩-০ গোলের জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে বার্সেলোনা।

পাকো আলকাসার, লিওনেল মেসি ও অ্যালেক্স ভিদালের গোলে বার্সেলোনা লা লিগার শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল। যদিও রিয়াল কাতালান জায়ান্টদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে। 

লুই সুয়ারেসকে বেঞ্চে বসিয়ে রেখেছিল বার্সা। তার জায়গায় খেলতে নামেন আলকাসার। সুযোগটা কাজে লাগান তিনি। ১৮ মিনিটে নেইমারের কাট থেকে বার্সেলোনার জার্সিতে প্রথম লিগ গোল করেন আলকাসার।

বিরতির পাঁচ মিনিট আগে দারুণ এক ফ্রি কিক থেকে দ্বিতীয় গোল করেন মেসি। ডানপ্রান্ত থেকে নেওয়া তার কিকটি দুইজনের রক্ষণদেয়াল টপকে চলে যায় গোলপোস্টের দিকে। সেখানে অপেক্ষা করছিলেন গোলরক্ষক ইরাইজোজ, তিনি বলে হাতও লাগিয়েছিলেন। কিন্তু বল থামেনি, জালেই জড়িয়েছে। এ গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

এনিয়ে মেসি নতুন বছরে চারটি গোল করলেন ফ্রি কিক থেকে। যার মধ্যে তিনটিই এসেছে বিলবাওর বিপক্ষে। চলতি মৌসুমে লিগে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৬, সর্বোচ্চ গোলদাতা হিসেবে লুই সুয়ারেসের পাশে বসলেন তিনি। 

বিরতির পর ফিরে ঘুরে দাঁড়াতে যখন মরিয়া বিলবাও, তখন মঙ্গলবার রাতের কাপ লড়াই সামনে রেখে লুই এনরিকে বিশ্রাম দেন মেসিকে। ৬৪ মিনিটে তার বদলি নামেন সের্হিয়ো রবার্তো। আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঠ ছাড়ার তিন মিনিট পর বার্সার তিন পয়েন্ট সুনিশ্চিত হয় তৃতীয় গোলে। ৬৭ মিনিটে ভিদাল বাঁপ্রান্ত থেকে দারুণ এক গোল করেন। শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করতে পারতেন তিনি। কিন্তু ইরাইজোজ তার মাটি কামড়ানো শটটি পাঞ্চ করে সামনে ঠেলে দেন। ফিরতি শটে ইভান রাকিতিচ গোল করতে পারেননি, বল চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।


শেষ ১০ মিনিট বিলবাও কয়েকবার বার্সার আক্রমণভাগে হানা দেয়। কিন্তু ব্যবধান কমাতে পারেনি।

বিলবাওর বিপক্ষে জেতার ম্যাচে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে বার্সেলোনা। ইউরোপের পাঁচটি শীর্ষ লিগের দলগুলোর মধ্যে সবার আগে চলতি মৌসুমে ১০০ গোল পূর্ণ করেছে তারা। পরের ম্যাচে লিগ ওয়ানের দল মোনাকোও পৌঁছে যায় এ মাইলফলকে। সব প্রতিযোগিতায় ৯৮ গোল করে দ্বিতীয় স্থানে রিয়াল। 

ন্যু ক্যাম্পের এ জয়ে ২১ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৫। রিয়াল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ১৯ ম্যাচ খেলে। রবিবার সেল্তা ভিগোর মাঠে তাদের নামার কথা। কিন্তু ঝড়ে বালাইদোস স্টেডিয়ামের ক্ষতি হওয়ায় ম্যাচটি স্থগিতের সম্ভাবনাই বেশি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ