X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবতেই পারে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৬

আন্তোয়ান গ্রিয়েজমান লক্ষ্যভেদ করেছেন একবার অ্যাতলেতিকো মাদ্রিদ জিতেছে ৪-২ গোলে। বেয়ার লেভারকুসেনের মাঠে ৪ গোল দিয়ে আসায় এখন কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবতেই পারে মাদ্রিদের ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেতিকো মাদ্রিদ আছে আগের মতোই। দীর্ঘ বিরতি শেষে ইউরোপ সেরার লড়াইয়ে নেমে পেয়েছে তারা দাপুটে জয়। শেষ ষোলোর প্রথম লেগে বেয়ার লেভারকুসেনের মাঠ থেকেই মাদ্রিদের ক্লাবটি ফিরেছে ৪-২ গোলের জয় নিয়ে। প্রতিপক্ষের মাঠে ৪ গোল দিয়ে আসায় এখন কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবতেই পারে অ্যাতলেতিকো।

লা লিগায় দারুণ সময় কাটাচ্ছে অ্যাতলেতিকো। টানা আট ম্যাচ অপরাজিত তারা লিগে, যার সবশেষ তিনটিতে পেয়েছে জয়। ফর্মের তুঙ্গে থাকা অ্যাতলেতিকোর সামনে যে লেভারকুসেনকে কঠিন পরীক্ষায় পড়তে হবে, সেই আচ তাই পাওয়া গিয়েছিল আগেই। মাঠেও দেখা গেল ঠিক তেমনটাই। অ্যাতলেতিকোর ফরোয়ার্ডরা একসঙ্গে জ্বলে উঠায় ঘরের মাঠেও জার্মান ক্লাবটি পাত্তা পায়নি অ্যাতলেতিকোর সামনে।

স্প্যানিশ ক্লাবটির গোলোৎসবের শুরুটা ১৭ মিনিটে, যখন জাল খুঁজে পান সাউল। ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি অ্যাতলেতিকো, ২৫তম মিনিটে আন্তোয়ান গ্রিয়েজমান লক্ষ্যভেদ করলে ২-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। বিরতি থেকে ফেরার পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল লেভারকুসেন। ৪৮ মিনিটে করিম বেলারাবি লক্ষ্যভেদ করলে এক গোল শোধ করে জার্মান ক্লাবটি। কিন্তু ৫৮ মিনিটে কেভিন গামেইরো গোল করলে স্বাগতিকরা পিছিয়ে পড়ে আরও। ৬৭ মিনিটে অ্যাতলেতিকো ডিফেন্ডার স্তেফান সাভিচ নিজেদের জালে বল জড়ালে আবার আশা জেগে উঠে স্বাগতিকদের মনে। যদিও শেষ বাঁশি বাজার মিনিট চারেক আগে ফের্নান্দো তোরেস লেভারকুসেনের কফিনে শেষ পেরেকটি মারলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। তাতে মাদ্রিদের ক্লাবটি কোয়ার্টার ফাইনালে দিয়ে রাখল এক পা। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড