X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মেসি-রোনালদোর জায়গা নিতে চান হামেস

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১৬:৪৭আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৬:৪৭

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে হামেস রোদ্রিগেস ২০১৪ বিশ্বকাপে আলো ছড়ালেন কলম্বিয়ার জার্সিতে। রাতারাতি তারকা বনে যাওয়া ওই খেলোয়াড়টিকে খুব মনে ধরে গেল রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। দলে তাকে চাই-ই চাই! ৭৫ মিলিয়ন ইউরো খরচ করে পেরেজ ঠিকই নিয়ে আসেন হামেস রোদ্রিগেসকে। অনেক স্বপ্ন নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখা কলম্বিয়ান তারকা অবশ্য প্রত্যাশার জবাবটা দিতে পারলেন ঠিকঠাক, একাদশে জায়গা হারিয়ে বেঞ্চই হয়ে গেল তার ঠিকানা!

ভাগ্য বদলানোর সুযোগ পেয়েছেন তিনি দুই বছরের জন্য ধারে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে। এবার সুযোগটা কাজে লাগিয়ে নিজেকে বসাতে চান বিশ্বসেরা খেলোয়াড়ের তালিকায়। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সাফল্যময় ফুটবলের উত্তরসূরি হওয়ার স্বপ্ন কলম্বিয়ান তারকার মনে।

রিয়ালে সতীর্থ হিসেবে পেয়েছেন রোনালদোকে। আর মেসিকে পেয়েছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে। দুজনকেই তাই হামেসের খুব ভালো করে চেনা। দুজনের সাফল্যের কথা উঠলে সেটা হামেস কেন, ফুটবলের সামান্য খোঁজ-খবরও যারা রাখেন, তাদের অজানা থাকার কথা নয়। ক্লাব ফুটবলে সাফল্যের বৃষ্টিতে ভেজা সময়ের সেরা দুই ফুটবলার ব্যক্তিগত অর্জনের খাতায় যোগ করছেন একের পর এক পুরস্কার। তাদের সাফল্যের পথটাই অনুসরণ করতে চান হামেস। মেসি ও রোনালদোর জায়গায় যাওয়া সম্ভব কিনা, এমন প্রশ্নে কলম্বিয়ান অধিনায়কের উত্তর, ‘কেন নয়? তারা দুজনই বড় মাপের খেলোয়াড়। ভবিষ্যৎ ও বিশ্ব ফুটবলে নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য আমি সবকিছু করতে প্রস্তুত।’

গত মৌসুমের লা লিগায় মাত্র ১৩ ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে থাকার। সেটাও হয়েছিল গ্যারেথ বেলের চোটের কারণে। পারফরম্যান্স দিয়ে জিনেদিন জিদানকে সন্তুষ্ট করতে না পারায় বেশিরভাগ সময় বদলি হিসেবে মাঠে নামা হামেস এবার চান ভাগ্য বদলাতে। যদিও বায়ার্নে যার অধীনে খেলবেন, সেই কার্লো অ্যানচেলত্তিও রিয়ালে থাকার সময় হামেসকে রাখতেন একাদশের বাইরে!

অবশ্য এবারের পরিস্থিতি আলাদা বলেই মনে করেন হামেস। একই সঙ্গে নিজের লড়াই চালিয়ে যাওয়ার কথাও শুনিয়েছেন তিনি, ‘বায়ার্নে অনেক বড় মাপের খেলোয়াড়রা আছেন, (একাদশে জায়গা পাওয়া নিয়ে) দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও অনেক বেশি। তবে আমি অনুশীলনে প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি নিজের জায়গা নিশ্চিতের জন্য।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের