X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

১১৪ মিলিয়ন ইউরোতেও বার্সা পায়নি ‘নতুন’ জাভিকে

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৭, ২১:০৫আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২১:০৫

১১৪ মিলিয়ন ইউরোতেও বার্সা পায়নি ‘নতুন’ জাভিকে ২০১৫ সালের ২১ মে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন জাভি। কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের ইতি টানেন স্প্যানিশ মিডফিল্ডার। তার চলে যাওয়ার পর থেকে বার্সেলোনা খুঁজছে ‘নতুন’ জাভিকে। গত কয়েক মৌসুমে টাকাও খরচ করেছে প্রচুর, কিন্তু জাভির মতো কাউকে পাচ্ছে না তারা। সবশেষ ৪০ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলের পাউলিনিয়োকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। যাতে জাভির জায়গা পূরণে বার্সেলোনার খরচ গিয়ে দাঁড়িয়েছে ১১৪ মিলিয়ন ইউরোতে।

পেপ গার্দিওলা একবার বলেছিলেন, ‘জাভির মতো খেলোয়াড় সবসময় আসে না’। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সেলোনার ফুটবল যারা দেখেছেন, তাদের কারও অজানা থাকার কথা নয় স্প্যানিশ এই মিডফিল্ডারের দক্ষতার ব্যাপারে। লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে তার রসায়নটা ছিল দেখার মতো। মেসি ও ইনিয়েস্তার সঙ্গে সংযোগ সেতু হয়ে কাজ করে ফুটিয়েছেন ‘তিকি-তাকা’র ফুল। তার জায়গা পূরণ করা কতটা কঠিন, গত দুই মৌসুমে খুব ভালো করে বুঝতে পেরেছে বার্সেলোনা।

তার ন্যু ক্যাম্পকে বিদায় জানানোর পর জায়গাটা পূরণ করার কম চেষ্টা তো আর করছে না বার্সেলোনা। জাভির থাকার সময়ই দলে আসে ইভান রাকিটিচ। সবশেষ যোগ করা হয়েছে পাউলিনিয়োকে। সবমিলিয়ে ১১২ মিলিয়ন ইউরো খরচ করেছে বার্সেলোনা জাভির জায়গা পূরণের জন্য। মার্কো ভেরাত্তি ও জিয়ান মিশেল সেরির নাম বারবার শোনা গেলেও তারা এনেছে অন্য কাউকে। প্রথমে আসেন আরদা তুরান, ৩৪ মিলিয়ন ইউরো দিয়ে টারকিশ মিডফিল্ডারকে আনে তারা অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে। পরের মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো খরচ করে আনা হয় আন্দ্রে গোমেসকে। কিন্তু রাকিটিচের মতো এই পর্তুগিজ মিডফিল্ডারও বক্স টু বক্স খেলোয়াড়, যেটা মোটেও জাভির মতো নয়।

একজন আছেন অবশ্য জাভির পজিশনে খেলার মতো। তিনি হলেন দেনিস সুয়ারেস। যদিও স্প্যানিশ এই মিডফিল্ডার নিয়মিত জায়গাই পান না একাদশে। এবার এসেছেন পাউলিনিয়ো, ৪০ মিলিয়ন ইউরোতে তিনি জাভির জায়গা পূরণ করতে পারেন কিনা, সেটাই এখন দেখার। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ