X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার ১৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাবেও লিভারপুলের ‘না’

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ১২:১৪আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১২:১৬

ফিলিপে কৌতিনিয়োকে নিয়ে গরম এখন দলবদলের বাজার গোঁ ধরে বসে আছে লিভারপুল, ওদিকে বার্সেলোনাও পিছু ছাড়ছে না- ফিলিপে কৌতিনিয়োর দলবদলের নাটক তাই ক্রমশই জটিল হচ্ছে। ব্রাজিলিয়ান তারকা বার্সেলোনায় যেতে আগ্রহী, কিন্তু ইংলিশ ক্লাব কিছুতেই ছাড়বে না তাকে। কাতালানদের দেওয়া ১৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও তাই প্রত্যাখ্যান করেছে লিভারপুল। এ নিয়ে তৃতীয় দফা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ‘অলরেডস’।

সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিভারপুল শুক্রবার। আগের দুইবারের মতো এবারও তারা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছে ‘কৌতিনিয়ো বিক্রি হবে না’। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর খবর এবারের প্রস্তাবে লিভারপুলকে ‘নগদ’ ৯০ মিলিয়ন ইউরো দেওয়ার সঙ্গে আনুষাঙ্গিক আরও ৪০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু ইংলিশ ক্লাব তাতেও রাজি হয়নি।

গত মৌসুম থেকে বার্সেলোনার নজরে আছেন কৌতিনিয়ো। চলতি বছরের জুলাইয়ে তারা ব্রাজিলিয়ান তারকার জন্য প্রথমবার প্রস্তাব করেছিল ৮০ মিলিয়ন ইউরোর। সেটা প্রত্যাখ্যান হওয়ার পর দিন কয়েক আগে অঙ্কটা বাড়িয়ে ১০০ মিলিয়নের প্রস্তাব করে আবার। তাতেও ফল আসে একই, তবে আশা হারায়নি বার্সেলোনা। কৌতিনিয়োর জন্য তৃতীয় দফায় দলবদলের অঙ্কটা বাড়িয়ে এবার দিতে চেয়েছে ১৩০ মিলিয়ন ইউরো। কিন্তু বিক্রি করবে না বলে গোঁ ধরে বসে থাকা লিভারপুল এবারও ফিরিয়ে দিয়েছে প্রস্তাব।

নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে চলে যাওয়ায় বার্সেলোনা কৌতিনিয়োকে দিয়ে পূরণ করতে চাইছে তার জায়গা। দলবদলের মৌসুমে খুব বেশি সময় বাকি না থাকায় বার্সেলোনা তাড়াতাড়ি করতে চেয়েছিল চুক্তিটা। কিন্তু তাদের সব চেষ্টা ভেস্তে যাচ্ছে লিভারপুল রাজি না হওয়ায়। দ্য গার্ডিয়ান

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড