X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নতুন চুক্তিতেই খেলছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৭

নতুন চুক্তিতেই খেলছেন মেসি! সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত জুলাইয়ে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছিলেন লিওনেল মেসি। ক্লাব জানিয়েছিল, আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। থাকবেন ২০২১ সালের জুন পর্যন্ত। কিন্তু চুক্তিপত্রে কবে সই করবেন সেটা নিশ্চিত করেছিল না কাতালান জায়ান্টরা। এরপর আরও কয়েকটি মাস কেটে গেলেও এর সুরাহা হয়নি। তাই আবারও বার্সার সঙ্গে মেসির চুক্তি নিয়ে শঙ্কার মেঘ দেখা যায়। তবে ক্লাব প্রেসিডেন্ট নিশ্চিত করলেন, নতুন চুক্তির অধীনেই মাঠে খেলছেন ৩০ বছর বয়সী তারকা।

নতুন মৌসুমেও পুরানো মেসিকে এবার দেখা যাচ্ছে। লা লিগায় টানা দুই ম্যাচে ৫ গোল, চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে জুভেন্টাসের বিপক্ষেও কাটালেন গোলখরা। বোঝাই যাচ্ছে মেসি বেশ সুখেই আছেন ন্যু ক্যাম্পে। তার এ দুর্দান্ত ফর্মের পেছনের কারণটা কী হতে পারে সেটাই হয়তো এবার জানালেন বার্সা প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ।

বার্সেলোনা গত কয়েক মাসে দৃঢ়ভাবে জানিয়ে আসছিল মেসি নতুন চুক্তিতে সই করবেন। কিন্তু নতুন করে বার্সেলোনা আরও তিন বছরের জন্য তাকে নিশ্চিত করে ফেলেছে জানালেন ক্লাব প্রধান। সর্বশেষ বৃহস্পতিবার এনিয়ে কথা বলেছেন বার্তোমেউ, ‘চুক্তিপত্রে মেসির সই করার ছবি আমরা তুলবো, আশা করি এ বছর শেষ হওয়ার আগেই। কিন্তু এরই মধ্যে চুক্তিতে সই করেছেন তার বাবা, যার কাছে তার ইমেজ রাইটসের ক্ষমতা আছে। ২০২১ সালের মেয়াদে এ চুক্তিতে সই করা হয়েছে। সে এই চুক্তির অধীনেই খেলছে।’ মার্কা, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
সবসময় কি টাকার পেছনে ছুটে সময় ব্যয় করবেন?
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে