X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:৩৪

রাশিয়ায় মেসির অনুশীলন বিশ্বকাপ আসতে এখনও অনেকটা দেরি। আর্জেন্টিনার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে অবশ্য শনিবার থেকেই। আন্তর্জাতিক প্রীতি ফুটবল দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা সব দেশই আসলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তবে আর্জেন্টিনার ব্যাপারটা একেবারে আলাদা। বিশ্বকাপের দেশেই যে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়ার বিপক্ষে মস্কোতে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামছে আর্জেন্টিনা।

অথচ বিশ্বকাপ খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকার বাছাই পর্বে কঠিন সময় পার করেছে তারা। রাশিয়ায় না যাওয়ার সম্ভাবনাও ছিল তাদের। যদিও শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরিই নিশ্চিত করে বিশ্বকাপের মূল পর্ব। ওই ম্যাচে জাদুকরী হ্যাটট্রিকের পর আবার জাতীয় দলের জার্সিতে নামতে যাচ্ছেন লিওনেল মেসি।

প্রীতি হলেও রাশিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুব গুরুত্বপূর্ণ। একে স্বাগতিক দেশ, এর ওপর আবার বিশ্বকাপের আয়োজক। তাছাড়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে মাঠে পারফরম করাটাও আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের আরও মাস সাতেকের মতো বাকি থাকলেও এই প্রীতি ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য তাই ভীষণ গুরুত্বপূর্ণ।

আর্জেন্টিনাও গুরুত্ব দিচ্ছে অনেক। এ কারণে ম্যাচের কয়েকদিন আগেই তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পৌঁছে যায় রাশিয়ায়। মেসিও দ্রুত যোগ দেন মস্কোর আর্জেন্টিনা ক্যাম্পে। টানা অনুশীলনের পর আজ (শনিবার) মাঠে নামছে তারা স্বাগতিকদের বিপক্ষে।

রাশিয়ার সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। বিশ্বকাপের আয়োজক হওয়ায় খেলতে হয়নি বাছাই পর্ব। প্রীতি ম্যাচ দিয়েই সারতে হচ্ছে তাদের প্রস্তুতি। গত দুই বছর ঘরের মাঠেই খেলেছে বেশিরভাগ ম্যাচ। সেখানে সাফল্য নেই খুব একটা। এ বছরের কনফেডারেশনস কাপে গ্রুপ পর্বই উতরাতে পারেনি তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও গ্রুপের পরের দুই ম্যাচ হেরেছে যথাক্রমে পর্তুগাল ও মেক্সিকোর বিপক্ষে।

এবার সামনে আর্জেন্টিনা। যারা আগের ম্যাচেই ইকুয়েডরকে হারিয়ে নিশ্চিত করেছে রাশিয়ার টিকিট। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?