X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আরামবাগের সঙ্গে সাইফ স্পোর্টিংয়ের হোঁচট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২১:৩৯

এভাবেই সাইফ স্পোর্টিংয়ের আক্রমণ ঠেকিয়ে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে আরামবাগ। ছবি-বাফুফে আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে হারিয়ে দিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু পরের ম্যাচে মাঝারি শক্তির আরামবাগকে হারাতে তারা ব্যর্থ। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে শক্তিশালী প্রতিপক্ষকে গোলশূন্য রুখে দিয়ে মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে আরামবাগ।

১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে আছে সাইফ স্পোর্টিং। সমান ম্যাচে   ১১ পয়েন্ট নিয়ে আরামবাগ নবম স্থানে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম গোলের সুযোগ পেয়েছিল আরামবাগ। কিন্তু ১৬ মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা রাজন মিয়ার শট পোস্টে যায়নি। পাঁচ মিনিট পর রহমত মিয়ার ক্রসে বক্সের ভেতর থেকে নেওয়া ইংলিশ ফরোয়ার্ড চার্লি শেরিংহ্যামের দুর্বল হেড ধরতে সমস্যা হয়নি আরামবাগ গোলরক্ষকের। ৩৫ মিনিটে আবার সুযোগ এসেছিল আরামবাগের সামনে। তবে বাম প্রান্ত দিয়ে আসা রাজনের  ক্রসে সোহেল মিয়া পা ছোঁয়াতে পারেননি।

আবাহনীর বিপক্ষে শেরিংহ্যাম আর হাইতির ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে গোল করে জয় উপহার দিয়েছিলেন দলকে। সোমবার অবশ্য দুজনকে সাফল্যের সঙ্গে রুখে দিয়েছে আরামবাগের ডিফেন্স। দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবল খেললেও প্রতিপক্ষের রক্ষণ প্রাচীরে চিড় ধরাতে পারেনি সাইফ স্পোর্টিং।

খেলা শেষে দুই কোচের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আলাদা। আরামবাগ কোচ মারুফুল হকের মন্তব্য, ‘এক পয়েন্ট পেয়ে আমি খুশি। প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে দল ভালো খেলেছে। যেভাবে বলেছি, ছেলেরা মাঠে সেটাই করে দেখিয়েছে। ম্যান মার্কিং করে খেলে সফল হয়েছি।’

অন্যদিকে সাইফ স্পোর্টিংয়ের কোচ রায়ান নর্থমোরে হতাশ প্রতিক্রিয়া, ‘ভাবতেই পারিনি এভাবে পয়েন্ট হারাবো। প্রতিপক্ষ ভাল খেলেই পয়েন্ট পেয়েছে।’ আর শেরিংহ্যাম বললেন, ‘প্রতিপক্ষ এত রক্ষণাত্মক খেললে গোল করবো কী করে!’

সোমবারের পরের ম্যাচে দুই গোলে এগিয়েও মুক্তিযোদ্ধার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ। ৪৪ মিনিটে আফিজ ওলাডিপো ও ৭০ মিনিটে দাওদা সিসে রহমতগঞ্জকে এগিয়ে দিয়েছেন ২-০ গোলে। তবে ৭৪ মিনিটে মাগালান আওয়ালা ও ৮৯ মিনিটে নাজমুল ইসলাম রাসেলের গোলে হার এড়িয়েছে মুক্তিযোদ্ধা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে রহমতগঞ্জ। ৮ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান একাদশ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ