X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আরেকটি রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ১৮:৪২আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৮:৪২

আরেকটি রেকর্ডে ভাগ বসালেন রোনালদো প্রতিযোগিতার নাম যখন চ্যাম্পিয়নস লিগ, ক্রিস্তিয়ানো রোনালদো সেখানে অপ্রতিরোধ্য। তাকে থামানোর সাধ্য আছে কার! মঙ্গলবার রাতেই যেমন ছুঁলেন গোলের নতুন এক রেকর্ড। ইউরোপিয়ান প্রতিযোগিতাটিতে টানা ৯ ম্যাচে গোল করে ভাগ বসালেন রুদ ফন লিস্টলরয়ের রেকর্ডে।

প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ রিয়াল জিতেছে ২-১ গোলে। মাদ্রিদের ক্লাবটিকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে রোনালদো করেছেন এক গোল। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের ওই লক্ষ্যভেদেই চ্যাম্পিয়নস লিগের টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়েন পর্তুগিজ উইঙ্গার। যাতে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ডে বসেন সাবেক ডাচ স্ট্রাইকারের পাশে।

২০০২ ও ২০০৩ সাল মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করেছিলেন লিস্টলরয়। পার্ক দে প্রিন্সেসের ম্যাচ দিয়ে তাকে ধরে ফেললেন রোনালদো। চলতি মৌসুমে ৮ ম্যাচে ১২ গোলের দেখা পাওয়া রিয়াল তারকা সব মিলিয়ে ৯ ম্যাচে করলেন লক্ষ্যভেদ। গত মৌসুমের ফাইনাল থেকে চলতি মৌসুমের এখন পর্যন্ত খেলা সব ম্যাচে গোল পেয়েছেন রোনালদো।

টানা ম্যাচের দিক থেকে নিস্টলরয় ও রোনালদো সমান হলেও গোলের দিক থেকে ডাচ তারকার চেয়ে কিন্তু এগিয়ে আছেন পর্তুগিজ অধিনায়ক। লিস্টলরয়ের গোল ছিল ১২টি, আর রোনালদো জাল খুঁজে পেয়েছেন ১৪বার। সবশেষ গত মৌসুমের সেমিফাইনালের দ্বিতীয় লেগ কেবল গোলহীনভাবে থাকতে হয়েছিল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে।

শক্তিশালী রিয়ালের বিপক্ষে ১০ জনের দল নিয়েও সমতায় ফিরিয়েছিল পিএসজি। কিন্তু কাসেমিরোর লক্ষ্যভেদে হার নিয়ে মাঠ ছাড়তে হয় প্যারিসের ক্লাবটিকে। তাতে প্রায় দুই বছর পর পার্ক দে প্রিন্সেসে হারের মুখ দেখে পিএসজি। ঘরের মাঠে এই সময়টাতে তাদের পরিসংখ্যান ছিল- ৪২ জয় ও ৯ ড্র। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়