X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে মেসি

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৮, ০১:১০আপডেট : ২৩ মে ২০১৮, ০১:১৭

আর্জেন্টাইন সতীর্থদের অনুশীলন দেখছেন মেসি ২০১৭-১৮ মৌসুমের খেলা শেষ বার্সেলোনার। লিওনেল মেসি আর দেরি করেননি, উড়াল দিয়েছেন আর্জেন্টিনার উদ্দেশে। ইতিমধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে যোগও দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

সোমবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময় কোচ হোর্হে সাম্পাওলি জানিয়েছিলেন, রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে নামতে মুখিয়ে আছেন মেসি, ‘মানসিক ও শারীরিকভাবে’ পুরোপুরি প্রস্তুত তিনি বিশ্বকাপের জন্য। সেটা কতটা, তার প্রমাণ পাওয়া গেছে মেসির বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার খবরে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে তার দলের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি।

বুয়েনস এইরিসের ইসেইসায় বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। বার্সেলোনায় হয়ে টানা খেললেও কোনও বিশ্রাম নেননি মেসি। সোমবারই তিনি উড়াল দেন জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে। আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’র খবর, বার্সেলোনা ফরোয়ার্ড পৌঁছে গেছেন আর্জেন্টিনায় এবং যোগ দিয়েছেন দলের সঙ্গে।

মঙ্গলবার সকালের সেশনেই অনুশীলনে নামার কথা ছিল মেসির। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় নির্ধারিত সময়ের অনেক পরে বুয়েনস এইরিসে পৌঁছান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাই হোর্হে সাম্পাওলির অধীনে চলা দিনের প্রথম সেশনে নামা হয়নি তার। যদিও দলের অন্য সদস্যের অনুশীলন দেখেছেন তিনি। আর মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় দ্বিতীয় সেশনে অনুশীলন করবেন বার্সেলোনা তারকা।

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘ডি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ওলে

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা