X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মুসার জোড়ায় আইসল্যান্ডকে হারালো নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৮, ২৩:০২আপডেট : ২২ জুন ২০১৮, ২৩:১৩

নাইজেরিয়ার জয়ের নায়ক আহমেদ মুসা আহমেদ মুসার জোড়া লক্ষ্যভেদে নাইজেরিয়া পেল দুর্দান্ত জয়। আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে আফ্রিকান দেশটি।

নাইজেরিয়ার জয়ে আশা উজ্জ্বল হলো আর্জেন্টিনার। আইসল্যান্ডের বিপক্ষে জেতায় ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাইজেরিয়া। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ১ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনার। ওই ম্যাচে লাতিন আমেরিকার দেশটি যদি হারিয়ে দেয় আফ্রিকান দেশটিকে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড জিততে না পারে, তাহলে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে চলে যাবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ঠিক হবে ‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়ার সঙ্গে যাচ্ছে কোন দল।

নাইজেরিয়ার দুর্দান্ত ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি আইসল্যান্ড। একের পর এক আক্রমণে ইউরোপের দলটির আক্রমণভাগকে ব্যস্ত রেখেছে তারা। সবচেবে বেশি ভয় ছড়িয়েছেন মুসা। এ বছরই লিস্টার সিটি থেকে ধারে সিএসকেএ মস্কোতে খেলতে আসা এই ফরোয়ার্ডের রাশিয়ার পরিবেশ সম্পর্কে খুব ভালো জানা। এই সুবিধা কাজে লাগিয়ে তিনিই ধ্বংস করেছেন আইসল্যান্ডকে।

জোড়া লক্ষ্যভেদ করা মুসা প্রথমবার জাল খুঁজে পান ৪৯ মিনিটে। ভিক্তর ময়েসেসের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে হাফভলিতে বল জালে জড়িয়ে দেন তিনি। ৭৫ মিনিটে আবারও লক্ষ্যভেদ তার। এই গোলটি ছিল আরও চমৎকার। নিজেদের সীমানা থেকে এক সতীর্থের বাড়ানো লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্ষীপ্র গতিতে আইসল্যান্ডের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জায়গা তৈরি করেন, এরপর গোলরক্ষক ও ‍আরও দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে শট করে বল জড়িয়ে দেন জালে।

খেলায় ফেরায় অবশ্য সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। কিন্তু ৮৪ মিনিটে সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি গেলফি সিগার্ডসন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) পাওয়া পেনাল্টি শট তিনি উঁচিয়ে মারেন জালের ওপর দিয়ে। হতাশায় ছেয়ে যাওয়া আইসল্যান্ড আর ফিরতে পারেনি ম্যাচে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা