X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এমবাপে-গ্রিয়েজমানকে রুখবে কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ১৮:০৭আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৮:০৭

গ্রিয়েজমান ও এমবাপে রাশিয়া বিশ্বকাপের মাঠে ‘উসাইন বোল্টকে’ দেখা গেছে! অবাক হচ্ছেন? চলছে বিশ্বকাপ, আর এখানে উসাইন বোল্ট আসবে কী করে। আসলে বোল্ট নন, সাবেক জ্যামাইকান স্প্রিন্টারেরে ছায়া বলতে পারেন। ফ্রান্সের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের দৌড়ই বোল্টকে মনে করিয়ে দিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোতে ৭০ মিটারের ঝড়ো দৌড়েই তো সবার দৃষ্টি কেড়েছেন তিনি। আজ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষেও কি দেখা যাবে এমন দৌড়?

যেই দৌড়ে আর্জেন্টিনা হয়েছে কুপোকাত। ওই ম্যাচে আবার পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে নিয়েছিলেন আন্তোয়ান গ্রিয়েজমান। তার দিকেও বাড়তি নজর থাকবে নোভগোরদের কোয়ার্টার ফাইনালে। তাছাড়া সমর্থকরা যে শুধু ১৯ বছর বয়সে তারকা হয়ে ওঠা এমবাপের দৌড় দেখার অপেক্ষায় রয়েছেন, তা কিন্তু নয়। আর্জেন্টিনার বিপক্ষে দুই গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নেওয়া এই ফরোয়ার্ডের কাছ থেকে গোলও দেখার প্রত্যাশায় তারা।

ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলপোস্ট খুঁজে নিতে জুড়ি নেই এমবাপের। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি পিএসজি তারকার নতুন চ্যালেঞ্জ বলা যায়। বাবা ক্যামেরুনের, মা আলজেরিয়ার; ফ্রান্সে জন্ম নেওয়া এমবাপের ওপর চাপ যেন ক্রমশ বাড়ছেই।

শুধু যে এমবাপের ওপর স্পটলাইট, তা কিন্তু নয়। আরেক ‘কুল ফিনিশার’ গ্রিয়েজমানও আছেন দলের কাণ্ডারি হিসেবে। দুজন মিলে রাশিয়া বিশ্বকাপে করেছেন ৫ গোল। এমবাপে তিনটি, গ্রিয়েজমান দুটি। যেখানে ফ্রান্স দলের মোট গোল সংখ্যা ৭!

অলিভের জিরুকে নিয়ে এই জুটি মূলত উরুগুয়ের জন্য ত্রাস হয়ে দাঁড়াতে পারে, বড় পরীক্ষায় ফেলতে পারেন লাতিন আমেরিকার দলটিকে। যদিও ফ্রান্সের কাজ সহজ হবে না। উরুগুয়ের ডিফেন্স এখন পর্যন্ত আস্থার প্রতীক। মাত্র একটি গোল নিজেদের জালে জড়াতে দিয়েছে তারা।

ডিয়েগো গোদিন ও হোসে গিমিনেসকে নিয়ে গড়া উরুগুয়ের শক্তিশালী রক্ষণ। অ্যাতলেতিকো মাদ্রিদের এই দুই ডিফেন্ডারকে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে গ্রিয়েজমান-এমবাপের সামনে। মুখোমুখি এই লড়াইয়ে ‘বন্ধুত্ব’ বদলে যাচ্ছে ‘শত্রুতায়’। অ্যাতলেতিকো সতীর্থ গ্রিয়েজমানকে সামলানোটাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গ্রিয়েজমান-এমবাপের গতি কিংবা তাদের সুযোগ-সন্ধানী পাস উরুগুয়ের ‘বিশ্বাসী’ রক্ষণভাগ কতটা সামলাতে পারেন, সেটাই এখন দেখার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস