X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘রোনালদোর কারণে সাড়া ফেলবে সিরি এ’

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৮, ১৬:০৫আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২১:০২

‘রোনালদোর কারণে সাড়া ফেলবে সিরি এ’ ইংল্যান্ড ও স্পেনের পর এবার ইতালিতে পা পড়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। জুভেন্টাসে লিগ রেকর্ড দামে যোগ দিয়েছেন তিনি। রোনালদোর এই দলবদল সিরি এ-কে আরও সমৃদ্ধ করবে বিশ্বাস হোসে মরিনহোর। অন্য ক্লাবগুলো জুভেন্টাসের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে, যাতে ইতালির শীর্ষ লিগ আরও সাড়া ফেলবে মনে করেন ম্যানইউ কোচ।

গত ৭ বারের সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্টাস ১১২ মিলিয়ন ইউরোতে রোনালদোর সঙ্গে চুক্তি করেছে। দারুণ এই চুক্তি করায় জুভদের অভিনন্দন জানালেন পর্তুগিজ কোচ, ‘এখন প্রিমিয়ার লিগ সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু অনেকে এখন সিরি এ দেখবে ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য, আর লিওনেল মেসির জন্য দেখবে লা লিগা।’

২০১০ সালে ইন্টার মিলানকে ট্রেবল জেতানো মরিনহো বলেছেন, ‘সিরি এ এখন বিশ্বের অন্যতম সেরা লিগে পরিণত হয়েছে। ফুটবলে যে কোনও পরিবর্তন আসতে পারে। ইন্টার, মিলান ও রোমার সম্ভাবনা এখন অনেক বেড়েছে। রোনালদো যোগ দেওয়ায় জুভেন্টাস এখন আরও শক্তিশালী। এই চুক্তি সিরি এর মান, আকর্ষণ ও উত্তেজনা আরও বাড়াবে। এ কারণে আমি জুভেন্টাসকে ধন্যবাদ জানাই। এটা বিপণন, বিজ্ঞাপন ও বিক্রয়ে প্রভাব ফেলবে। এটা একটা পরিপূর্ণ দলবদল।’

উয়েফার পরিবর্তিত ফরম্যাট অনুযায়ী পরের মৌসুম থেকে চারটি ইতালিয়ান ক্লাব খেলতে পারবে গ্রুপ পর্বে। তাতে সাবেক ক্লাবের বিপক্ষে লড়াই প্রত্যাশা করছেন মরিনহো, ‘আমি চ্যাম্পিয়নস লিগ খেলতে ফিরে (ইতালিতে) আসতে চাই। হয়তো গ্রুপেই সেটা হয়ে যেতে পারে, ইন্টার কিংবা জুভেন্টাসের বিপক্ষে।’

ইউনাইটেডের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে দুই দলই। আগামী মাসের গ্রুপ পর্বের ড্রয়ে দুই নম্বর পাত্রে থাকবে ইংলিশ ক্লাবটি। আর জুভেন্টাস এক নম্বর এবং ইন্টার চার নম্বর পাত্রে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’