X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘আরও সময় দিলে বদলে যাবে মেয়েদের ফুটবল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৯:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:৫৮

ছোটনের অধীনে মেয়েদের একাগ্র অনুশীলন (ফাইল ফটো) অলিম্পিক ফুটবল বাছাইয়ে প্রথম দুই ম্যাচে হার, তারপর নাটকীয় ড্রয়ের স্বাদ পেয়ে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। সাফল্য চোখে পড়ার মতো না হলেও মিয়ানমারে এই অভিজ্ঞতা খারাপ হয়নি সাবিনা-কৃষ্ণাদের জন্য। বিশেষ করে তারুণ্য নির্ভর দল নিয়ে কীভাবে এমন বড় আসরে খেলতে হয়, সেটা বুঝতে পেরেছে তারা। কোচ গোলাম রব্বানী ছোটনের বিশ্বাস, আরও সময় পেলে অনেক দূর যাবে মেয়েদের ফুটবল।

অলিম্পিক বাছাইয়ে স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ গোলে হারের পর ভারতের কাছেও ৭-১ গোলে উড়ে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলের ড্র। দলের এমন পারফরম্যান্স নিয়ে ছোটনের মূল্যায়ন, ‘আমরা আগেই বলেছি অলিম্পিক বাছাইয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য গিয়েছিলাম। ওখানে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছি। আসলে নিজেদের ভুলের কারণে হারের ব্যবধান বেশি হয়ে গেছে। ৩ গোলে হারের ব্যবধান থাকলে ঠিক ছিল। এছাড়া নেপালের বিপক্ষে লড়াই করে ড্র করাটা ছিল সম্মানজনক। সিনিয়রদের আসরে তাদের বিপক্ষে ড্র করাটা কম কথা নয়।’

অধিনায়ক সাবিনা ছাড়া দলের বাকি সবার বয়স ১৮’র আশেপাশে। অন্যদিকে মিয়ানমার, ভারত ও নেপালের খেলোয়াড়রা অভিজ্ঞতা তো বটেই, বয়সেও বেশ এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা বালা দেবীর বয়স ২৮। জাতীয় দলে ম্যাচ খেলেছেন ৪৩টি। প্রতিপক্ষের দলের সবারই সিনিয়র পর্যায়ের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সেই জায়গায় বাংলাদেশের মেয়েরা বেশ পিছিয়ে। শুধু বয়সভিত্তিক আসরে খেলার রেকর্ড বেশি।

এই জায়গায় কোচ ছোটন বলেছেন, ‘আমাদের দলটি তারুণ্য নির্ভর। প্রায় সবাই অনূর্ধ্ব-১৮ বছর বয়সী। এই দলটি নিয়ে যে আমরা লড়াই করেছি, সেটাই বড় ব্যাপার। যদি এই দলটি আরও তিন বছর পর জাতীয় দলে খেলতে পারে তাহলে আরও ভালো ফল হবে। আসলে মেয়েদের আরও সময় দিতে হবে। তাহলে দেখবেন দলের চেহারা বদলে যাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের